ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইইউটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ওআইসি মহাসচিবের আশ্বাস

প্রকাশিত: ০৫:৩৯, ২০ আগস্ট ২০১৬

আইইউটিকে আন্তর্জাতিক  মানে উন্নীত করতে ওআইসি মহাসচিবের  আশ্বাস

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সফররত ওআইসির মহাসচিব ও আইইউটির আচার্য ইয়াদ আমিন মাদানী শুক্রবার গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করেছেন। ওআইসির মহাসচিব আইইউটিতে এসে পৌঁছলে আইইউটির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর তাকে স্বাগত জানান। পরে ওআইসি মহাসচিব আইইউটির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূরসহ উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠককালে আইইউটির সার্বিক কর্মকা-ে সন্তোষ প্রকাশ করেন ওআইসির মহাসচিব। তিনি এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ওআইসির সার্বিক সাহায্য-সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আইইউটি’তে নতুন অনুষদ ও প্রোগ্রাম চালুর ব্যাপারে মত প্রকাশ করেন। উল্লেখ্য, প্রথমবারের মতো এবারই আসন্ন শিক্ষাবর্ষে (২০১৬-২০১৭) ¯œাতক পর্যায়ে ওআইসির সকল সদস্য দেশ হতে আইইউটি’তে ছাত্রী ভর্তি করা হবে। আইইউটিকে আন্তর্জাতিক ওআইসি মহাসচিবের ঢাকা ত্যাগ ॥ বাসস জানায় তিনদিনের সফর শেষে ওআইসি মহাসচিব আয়াদ আমিন মাদানি শুক্রবার ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে মাদানি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এদিন বিকেলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাত করেন। ওআইসি সদস্যভুক্ত এশিয়ার চার দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এটি তার সফর। ওআইসির মহাসচিবের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে এটি তার তৃতীয় সফর। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি ১৯৭৪ সালে অনুষ্ঠিত দ্বিতীয় ইসলামী সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশগ্রহণ ও তার ঐতিহাসিক সিদ্ধান্তের কথা স্মরণ করেন। একই সঙ্গে ওআইসিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
×