ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইএস ও জঙ্গীদের সমর্থক বিএনপি ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৩৭, ২০ আগস্ট ২০১৬

আইএস ও জঙ্গীদের সমর্থক বিএনপি ॥ তোফায়েল

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আইএস ও জঙ্গীদের সমর্থক। গুলশান, শোলাকিয়া এবং কল্যাণপুরের জঙ্গীরা আইএস সদস্য ছিল বলে তারা ছবি আপলোড করে। এই তিন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে যারা মারা গেছে তাদের বাবা-মা পর্যন্ত সন্তানের লাশ নিতে আসেনি। অথচ বিএনপি তাদের জন্য মায়া-কান্না করে। আসলে বিএনপিই জঙ্গী কর্মকা-ে মদদ দিচ্ছে। দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই বলেও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। শুক্রবার শিল্পকলা একাডেমির চারুকলা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যের সম্ভাবনা আবারও নাকচ করে দিয়ে তিনি বলেন, এই জঙ্গী-খুনীদের সঙ্গে কোন ঐক্য হতে পারে না। তোফায়েল আহমেদ বলেন, পঁচাত্তরে জিয়াউর রহমান ষড়যন্ত্র করে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল ঠিক তেমনি ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল হাওয়া ভবন থেকে। কিন্তু তারা এ ষড়যন্ত্রে সফল হতে পারেনি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখন খালেদা জিয়া দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একের পর এক ন্যক্কারজনক কর্মকা- করে যাচ্ছেন। উনি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে সর্বশেষ দেশে টানা ৯৩ দিন হরতাল দিয়েছেন। বিএনপি ঘোষিত অবরোধ এখনও অব্যাহত রয়েছে। কিন্তু এ অবরোধে কোন কাজ হয়নি। বরং খালি হাতে তাদের ঘরে ফিরতে হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, একাত্তরে দেশী এবং বিদেশী যারা পরাজিত হয়েছিল তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালীর আশা-আকাক্সক্ষাকে হত্যার চেষ্টা করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা থাকায় তা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের চেয়েও বেশি চিনত বঙ্গবন্ধু শেখ মুজিবকে। কিশোর, বৃদ্ধ, নারী-পুরুষ সবাই একনজর তাঁকে দেখার জন্য পথ চেয়ে বসে থাকত। যার প্রমাণ আমিই। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর সঙ্গে সারাদেশে নির্বাচনী সভায় সেসব প্রত্যক্ষ করেছি। তোফায়েল আহমেদ আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের নির্যাতিত মানুষের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তাঁকে আন্তর্জাতিক পরাজিত শক্তি এবং বাংলার মীরজাফররা মিলে হত্যা করেছে। কিন্তু ’৭৫ সালে মীরজাফররা শুধু ব্যক্তি মুজিবকে হত্যা করেনি, তার গোটা পরিবারকে হত্যার মাধ্যমে স্বাধীন দেশটাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁরই কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আয়োজক সংগঠনের নির্বাহী সভাপতি মমতাজ বেগম এমপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ, সংগঠনের সহসভাপতি মনোরঞ্জন ঘোষাল, সাধারণ সম্পাদক নবীন কিশোর গৌতম প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে সঙ্গীত পরিবেশন করেন নন্দিত শিল্পী মমতাজ। জামায়াতের নতুন সংস্করণ জেএমবি -ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হরকাতুল জিহাদ ও জেএমবিÑ এরা জামায়াত-শিবিরের নতুন সংস্করণ। এদের পেছনে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তারা আর কেউ নয় খালেদা জিয়ার নেতৃত্বের বিএনপি। খালেদা জিয়ার আঁচলের তলায় তারা আশ্রয় নিয়েছে। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে ‘কথা-কবিতা-গানে বঙ্গবন্ধু’ শীর্ষক স্মরণসভার আয়োজন করে বাঙালী সাংস্কৃতিক জোট নামের একটি সংগঠন। হাছান মাহমুদ বলেন, আজকে যে উন্নয়ন কর্মকা- হচ্ছে তাকে স্তব্ধ করে দেয়ার জন্য গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় হত্যাকা- চালানো হয়েছে। এসব ঘটনার পেছনে যাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তারা পেছনে থেকে এর কলকাঠি নাড়াচ্ছে। এ সমস্ত ঘটনাপ্রবাহের সঙ্গে যুক্ত এবং মাস্টারমাইন্ড অনেকেই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের বিচারে একটি কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকা-ের কুশীলবদের মুখোশ উন্মোচন এবং জড়িতের মধ্যে যারা বেঁচে আছে তাদের বিচার করার জন্য একটি কমিশন গঠন করা প্রয়োজন। জিয়াউর রহমানসহ যারা এ হত্যাকা-ের কুশীলব ছিল তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। যাতে ভবিষ্যত প্রজন্ম জানতে পারে শুধু কর্নেল ফারুক-রশীদ নয়, এদের পেছনে আরও কারা যুক্ত ছিল। সেজন্য কমিশন গঠন করতে হবে। সাইফুল আজম বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সৈয়দ আউয়াল শামীম, অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক প্রমুখ।
×