ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত দৃঢ় ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৮:৪৯, ১৯ আগস্ট ২০১৬

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত দৃঢ় ॥ বার্নিকাট

স্টাফ রিপোর্টার ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সংস্কৃতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। দেশ দুটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে একে অপরের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে কাজের ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং এ প্রক্রিয়ায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে মর্মে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে দু’দেশ সুদীর্ঘ সময় ধরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে একে অপরের সঙ্গে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নানাক্ষেত্রে সব সময় বাংলাদেশকে সাহায্য-সহযোগিতা করে আসছে। আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে পাশাপাশি তা আরও বিস্তৃত হবে বলে তিনি সৌজন্য সাক্ষাতে আশা পোষণ করেন।
×