ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্মসমর্পণের পর রিজভী কারাগারে

প্রকাশিত: ০৮:৪৮, ১৯ আগস্ট ২০১৬

আত্মসমর্পণের পর রিজভী কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ নাশকতার পাঁচ মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ৫ মামলায় রিজভী জামিনের আবেদন জানালে নামঞ্জুর হয়। মুক্তি চেয়েছেন বেগম জিয়া ॥ বিকেলে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অবিলম্বে মামলা প্রত্যাহার করে রিজভীর মুক্তি দাবি করেন। পোশাক রফতানি খাতে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে- আলাল ॥ বর্তমান অর্থবছরের প্রথম মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ দশমিক ৬০ শতাংশ কমের যে সূচক তা অব্যাহত থাকলে পোশাক রফতানি খাতে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, এই ধাক্কা সামলিয়ে ওঠার সঠিক কর্মকৌশল নির্ধারণ এখন সময়ের দাবি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকার বিএনপি কর্মীদের ধরে জঙ্গী বানানোর চেষ্টা করছে -সেলিমা ॥ সরকার বিএনপি কর্মীদের ধরে ধরে জঙ্গী বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দীপায়ন কালচারাল অর্গানাইজেশন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সভাপতি থেকে পদত্যাগ করেছেন টুকু ও শাহজাহান ॥ বিএনপির নতুন নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পাওয়ায় নিজ নিজ জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু ও মোহাম্মদ শাহজাহান। বুধবার রাতে তারা চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। উল্লেখ্য, বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধন করে এক নেতার এক পদ নির্ধারণ করায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পদ থেকে পদত্যাগ করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নোয়াখালী জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহজাহান।
×