ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশীদের জন্য ই-ভিসা চালু করল মালয়েশিয়া

প্রকাশিত: ০৮:৪৬, ১৯ আগস্ট ২০১৬

বাংলাদেশীদের জন্য ই-ভিসা চালু করল মালয়েশিয়া

বাংলানিউজ ॥ বাংলাদেশীদের জন্য ই-ভিসা সিস্টেম চালু করেছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার এ ভিসা চালু করে দেশটি। বাংলাদেশীরা ঘরে বসে এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। ই-ভিসায় আবেদনকারীকে ৩০ দিনের ভ্রমণ ভিসা দেয়া হবে। ভিসা আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইট থেকে সাইন আপ করতে হবে। ই-ভিসার আবেদন করতে পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের প্রথম পাতার স্ক্যান কপি, রিটার্ন টিকেট, ভ্রমণের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থের প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ইত্যাদি) এবং জন্মসনদ প্রয়োজন হবে। আবেদন প্রক্রিয়া শেষে প্রাপ্ত ভিসা কনস্যুলেট অফিসার কর্তৃক অনুমোদন করতে হবে। ভিসা অনুমোদন হলে তা প্রিন্ট করে ইমিগ্রেশনে প্রদর্শন করতে হবে। ই-মেইলের মাধ্যমে আবেদনকারীকে ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে। প্রয়োজনে ডাকা হতে পারে মালয়েশিয়া দূতাবাসে। বাংলাদেশী ছাড়াও বাংলাদেশে অবস্থানরত চীনা ও ভারতীয়রাও ই-ভিসায় আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন যঃঃঢ়ং://িি.িরিহফড়সিধষধুংরধ.সু/বারংধ/বারংধ.লংঢ় ওয়েব সাইটে।
×