ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিজার্ভ হ্যাক

ফিলিপিন্সে মায়া জামিনে মুক্ত

প্রকাশিত: ০৮:৩৮, ১৯ আগস্ট ২০১৬

ফিলিপিন্সে মায়া জামিনে মুক্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো জামিনে মুক্তি পেয়েছেন। ম্যানিলা বুলেটিনের প্রতিবেদনে জানানো হয়, বুধবার স্থানীয় সময় রাত একটার দিকে কারাগার থেকে মুক্তি পান মায়া। মাকাতি সিটির পুলিশপ্রধান রমিল মিত্র বলেন, গ্রেফতারের পর মায়াকে নারী বন্দীদের সেলে রাখা হয়েছিল। রাতে তিনি সেখানেই ছিলেন। জামানত দিয়ে আদালত থেকে জামিন পান। আদালতের আদেশ রাতে কারাগারে এলে তাকে ছেড়ে দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বুধবার মায়াকে গ্রেফতার করা হয়। দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপার মার্কেট থেকে মায়া গ্রেফতার হয়েছিলেন।
×