ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্থায়ী কমিটির বৈঠক

বিএনপির আরও পদ সৃষ্টির সিদ্ধান্ত ॥ ক্ষুব্ধ নেতাদের ভাগ্য খুলছে

প্রকাশিত: ০৮:২৬, ১৯ আগস্ট ২০১৬

বিএনপির আরও পদ সৃষ্টির সিদ্ধান্ত ॥ ক্ষুব্ধ নেতাদের ভাগ্য খুলছে

স্টাফ রিপোর্টার ॥ দলের পদ নিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতাদের ভাগ্য খুলছে। দলের নবগঠিত স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে প্রথম বৈঠকে দলে আরও পদ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর সঙ্গে যারা এখনও দলের কোন কমিটিতে জায়গা পাননি তাদেরও প্রত্যাশা পূরণ হতে পারে উপ-কমিটির পদে। প্রথমবারের মতো বিএনপি উপকমিটি সৃষ্টিরও সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাতের বৈঠকে দুটি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দায়িত্ব দিয়েছেন স্থায়ী কমিটির অন্য সদস্যরা। বৈঠকে রামপাল কয়লা বিদ্যুত কেন্দ্রের প্রতিবাদে ঢাকায় সমাবেশ অথবা রামপালমুখী লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের নির্বাহী কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে কেউ কেউ পদত্যাগ করছিলেন। কেউ আবার রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন। বিএনপির কমিটি গঠনের দিন বিকেলেই পদত্যাগ করেন মোসাদ্দেক আলী ফালু। তবে তিনি অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন। ফালুর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে আসেন প্রত্যাশিত পদবঞ্চিতরা। স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলের প্রত্যাশিত পদ না পেয়ে কেউ কেউ ক্ষুব্ধ। এজন্য আরও পদ সৃষ্টি করা হবে। তবে ইতোমধ্যে যারা নেতিবাচক মন্তব্য করেছেন তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকার কথা বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও বৈঠকে তৃণমূল গুছিয়ে রাজপথের কর্মসূচী জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত, দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, জনসম্পৃক্ত বিষয়ে রাজপথে কর্মসূচী পালন, খালেদা জিয়া, তারেক রহমান এবং রিজভীর মামলা আইনগতভাবে মোকাবেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকল জেলা কমিটি ১৫১ সদস্য এবং সকল মহানগর কমিটি ১০১ সদস্যর করার সিদ্ধান্ত নিয়েছে স্থায়ী কমিটি। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে নতুন স্থায়ী কমিটির ১৭ সদস্যের মধ্যে খালেদাসহ ১১ জন উপস্থিত ছিলেন। বৈঠকটি রাত নয়টায় শুরু হয়ে চলে এগারোটা পর্যন্ত। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আন্দোলনের কৌশল এবং দলকে চাঙ্গা করা ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। ফখরুল ছাড়া সবাই স্থায়ী কমিটিতে পুরনো। পুরনোদের মধ্যে মাহবুবুর রহমান ও এম কে আনোয়ার অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। আবদুল মঈন খান যুক্তরাষ্ট্রে রয়েছেন। স্থায়ী কমিটির নতুন সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ভারতে থাকায় বৈঠকে অনুপস্থিত। নতুন আরেকজন সালাহ উদ্দিন আহমেদ ভারতের শিলংয়ে বিচারের মুখোমুখি। স্থায়ী কমিটিতে এবার স্থান পাওয়া জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে রয়েছেন। গত ৬ আগস্ট ১৯ সদস্যের স্থায়ী কমিটির ১৭ জনের নাম ঘোষণা করে বিএনপি। গত ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে চার মাসের বেশি সময় পর স্থায়ী কমিটির সদস্যদের নাম ঘোষণা হয়।
×