ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিক

ব্রাউনলি ভাইদ্বয়ের ইতিহাস- ৪ শ’ মিটার হার্ডলসে স্বর্ণ জিতলেন ক্লেমেন্ট

প্রকাশিত: ০৮:২০, ১৯ আগস্ট ২০১৬

ব্রাউনলি ভাইদ্বয়ের ইতিহাস- ৪ শ’ মিটার হার্ডলসে স্বর্ণ জিতলেন ক্লেমেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ দেড় কিলোমিটার সাঁতার কাটা। ৪৩ কিমি সাইকেল (সাইকিং) চালানো। এরপর ১০ কিমি দৌড়ে প্রতিযোগিতা শেষ করতে হয়। এই প্রতিযোগিতার নাম হচ্ছে থ্রিয়াথলোন। আর যারা প্রতিযোগী, তাদের বলা হয় থ্রিয়াথলেট। এই ইভেন্টেই ইতিহাস গড়লেন যুক্তরাজ্যের ব্রাউনলি ভ্রাতৃদ্বয়। এ্যালিস্টার ও জোনাথন ব্রাউনলি আবারও পুরুষদের ব্যক্তিগত থ্রিয়াথলোনে পদক জিতলেন। দুই বছরের বড় ভাই এ্যালিস্টার ফের জিতলেন স্বর্ণপদক। টানা দুই আসরে প্রথম কোন থ্রিয়াথলেট হিসেবে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন। আর জোনাথন এবার একধাপ এগিয়ে জিতলেন রৌপ্য পদক। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে এ্যালিস্টার জিতেছিলেন স্বর্ণপদক। এবার তিনি রিও অলিম্পিকেও তা ধরে রেখে রেকর্ড গড়েছেন। আর জোনাথন এবার জিতেছেন রৌপ্য। অলিম্পিকের গত আসরে তিনি তাম্র পদক জিতেছিলেন। এবার এক ধাপ এগিয়ে গেলেন। আর এ্যালিস্টার স্বর্ণপদক জেতার ধারাবাহিকতা বজায় রাখলেন। এ্যালিস্টার ১ ঘণ্টা ৪৫ মিনিট ১ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করেছেন। ছোট ভাই জোনাথন তার পেছনে থেকে ৬ সেকেন্ড বেশি সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করেই বড় ভাইকে জড়িয়ে ধরেন। এদিকে মার্কিন এ্যাথলেট কেরন ক্লেমেন্ট ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন। প্রথমবারের মতো এ ইভেন্টে স্বর্ণ জেতেন তিনি। ৪৭.৭৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ নিজের মুঠোয় করেন ক্লেমেন্ট। ২০০৮ বেজিং অলিম্পিকে একই ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন তিনি। কেনিয়ার মুচেরু রৌপ্য পদক জেতেন। তুরস্কের ইয়াসমানি কোপেলো জেতেন তাম্র পদক।
×