ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাবনার সঙ্গে সঙ্গে রং করবে কলম

প্রকাশিত: ০৬:৫৫, ১৯ আগস্ট ২০১৬

ভাবনার সঙ্গে সঙ্গে রং করবে কলম

আশপাশে থাকা যে কোন গাছ, পাতা, ফল এমনকি জামা থেকে পছন্দের রং স্ক্যান করে সংগ্রহ করবে কলম। ছবি আঁকতে বসে মনের মতো রং নিয়ে তাই আর চিন্তা নেই। ক্রঞ্জি পেন নামের বিশেষ প্রযুক্তির কলমটি যে কোন বস্তুকে স্পর্শ করলেই সেটির রং শনাক্ত করে। এরপর স্বয়ংক্রিয়ভাবে কালি তৈরি করতে পারে। স্মার্টফোন থেকেও রং পছন্দ করে ব্যবহার করা যাবে এ বিশেষ কলমটিতে। সূত্র : ডেইলি মেইল রোবট থেরাপিস্ট পেশীতে টান পড়াসহ আহত রোগীর শরীরে নির্দিষ্ট মাত্রায় ম্যাসাজ করতে পারে ‘ইম্মা’। ইম্মা নামটি এসেছে ‘এক্সপার্ট ম্যানিপুলেটিভ ম্যাসেজ অটোমোশন’ থেকে। ডাক্তারদের সহায়তায় কাজ করতে সক্ষম ম্যাসাজ থেরাপিস্ট রোবোটটির দেখা মিলবে সিঙ্গাপুরে। প্রাথমিক অবস্থায় ৫০ জন প্রফেশনাল এ্যাথলেটিক্সকে ম্যাসেজের মাধ্যমে চিকিৎসাও দেয়া হয়েছে। টেনিস এ্যালবো, ঘাড়ের ব্যথায় খুব বেশি কার্যকর ইম্মা। রোবটটি তৈরি করা হয়েছে ন্যানো টেকনোলজির মাধ্যমে। সূত্র : সায়েন্স ডেইলি
×