ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪০ বছরের মধ্যে কুস্তিতে প্রথম অলিম্পিক স্বর্ণ, আলেকসানিয়ান ৯৮ কেজি শ্রেণীতে, মহিলাদের ৪৮ কেজি শ্রেণীতে তোসাকা ও ৬৯ কেজি শ্রেণীতে সারার স্বর্ণ

সার্বিয়ার পদক খরা কাটালেন স্টেফানেক

প্রকাশিত: ০৬:৪৩, ১৯ আগস্ট ২০১৬

সার্বিয়ার পদক খরা কাটালেন স্টেফানেক

স্পোর্টস রিপোর্টার ॥ গত ৩২ বছরে অলিম্পিক কুস্তিতে কোন পদক জিততে পারেনি সার্বিয়া। এমনকি ৪০ বছর পেরিয়ে গেছে কোন স্বর্ণপদক আসেনি এ ইভেন্টে। সেই খরাটা ঘুচিয়েছেন ডেভর স্টেফানেক। পুরুষদের ৬৬ কেজি গ্রেকো-রোমান কুস্তিতে স্বর্ণপদক জিতেছেন তিনি নাটকীয় জয়ে। ফাইনালে আর্মেনিয়ার মিগ্রান আরুটাইয়ুনিয়ানের সঙ্গে ১-১ পয়েন্টে সমতা থাকলেও সর্বশেষ পয়েন্টটা অর্জন করায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় স্টেফানেককে। তবে ৯৮ কেজি শ্রেণীতে আর্মেনিয়া স্বর্ণ ঠিকই জিতেছে। দেশটির পক্ষে আর্টার আলেকসানিয়ান স্বর্ণ জয় করেন। অপরদিকে, মহিলাদের বিভাগে ছিল জাপানের দাপট। ৫৮ কেজিতে কাওরি ইচো স্বর্ণ জেতার পর ৪৮ কেজি শ্রেণীতে ইরি তোসাকা এবং -৬৯ কেজি শ্রেণীতে সারা দোশোও স্বর্ণপদক জিতেছেন। তোসাকা গত তিন বিশ্বচ্যাম্পিয়নশিপস আসরে জাপানের পক্ষে স্বর্ণপদক জিতেছিলেন। ২২ বছর বয়সী এ মহিলা কুস্তিগীর ২০১২ অলিম্পিকে রৌপ্য জিতেছিলেন ৪৮ কেজি শ্রেণীতেই। সে কারণে এবার রিও অলিম্পিকে অন্যতম ফেবারিট ছিলেন তিনি। সেটা সত্য প্রমাণ করে স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন এ তরুণী। টানা চার গ্লোবাল স্বর্ণপদক ছিনিয়ে আনলেন এ তারকা নিজের প্রথম অলিম্পিক সোনা জয়ের মাধ্যমে। -৬৯ কেজি শ্রেণীতে অবশ্য জাপানের সারা দোশোর কাছ থেকে স্বর্ণ প্রত্যাশিত ছিল না। কারণ ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন গত অলিম্পিকের চ্যাম্পিয়ন নাতালিয়া ভোরোবায়োভা। এই ফাইনালেও হয়েছে চরম নাটকীয়তার মঞ্চায়ন। টাইয়ে শেষ হয়ে যায় ম্যাচ। কিন্তু কাউন্টারব্যাকের জন্য চ্যাম্পিয়ন হয়ে যান ২১ বছর বয়সী সারা। পুরুষদের ৬৬ কেজি গ্রেকো রোমানে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা মিগ্রানের সঙ্গে শেষ মুহূর্তে একটি পয়েন্ট সংগ্রহ করে টাই করেন স্টেফানেক। সর্বশেষ পয়েন্ট পাওয়াতে জয়ী ঘোষণা করা হয় স্টেফানেককে। চলতি অলিম্পিকে এটিই সার্বিয়ার প্রথম স্বর্ণপদক। আর অলিম্পিক ইতিহাসেই দ্বিতীয়বার স্বর্ণ জিতল দেশটি। ২০১২ অলিম্পিকের তায়েকোয়ান্দোতে স্বর্ণ জিতেছিলেন মিলিকা মানদিচ। গত ৩২ বছরেই অলিম্পিক কুস্তিতে কোন পদক পায়নি সার্বিয়া। এমনকি ৪০ বছর কেটেছে স্বর্ণপদক ছাড়া।
×