ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা ইস্যুতে কারের মুখে কুলুপ!

প্রকাশিত: ০৬:৪২, ১৯ আগস্ট ২০১৬

নিরাপত্তা ইস্যুতে কারের মুখে কুলুপ!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে তিনদিনের জন্য নিরাপত্তা পর্যবেক্ষক করতে এসে নিরাপত্তা নিয়ে এখনই কিছু বলতে নারাজ ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা প্রতিনিধি দল। তারা যা বলার ইসিবিকেই বলবেন বলে জানিয়েছেন। নিরাপত্তা ইস্যুতে মুখে কুলুপ দিয়ে রেখেছেন তিন সদস্যের নিরাপত্তা পরিদর্শক দল। সঙ্গে সহযোগিতা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সরকারকে ধন্যবাদও জানিয়েছেন ইসিবির ক্রিকেট ডিরেক্টর জন ডোনাল্ড কার। তার ভাষায়, ‘যে কোন দেশে সফরে যাওয়ার আগে সব সময় এটা আমরা করে থাকি। আমরা এখানকার হোটেল ও ক্রিকেট মাঠের সুবিধাগুলো দেখতে এসেছি। এখানকার নিরাপত্তা প্রদানকারীদের সঙ্গে বৈঠক করছি। আমরা বিসিবি এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতা ও সাহায্যের জন্য। এখানকার পরিদর্শন সম্পর্কে কোন নির্দিষ্ট কিছু বলতে চাচ্ছি না। আমরা ফিরে যাব এবং কোন কিছু সবাইকে জানানোর আগে ইসিবিতে আমাদের রিপোর্ট জমা দেব।’ লং জাম্পের স্বর্ণজয়ী বার্তোলেত্তা স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকের মহিলা লং জাম্পের স্বর্ণপদক জিতলেন আমেরিকার তিয়ান্না বার্তোলেত্তা। বুধবার বর্তমান চ্যাম্পিয়ন এবং তারই স্বদেশী ব্রিটনি রিসেকে হতাশ করে স্বর্ণপদক জয়ের স্বাদ পান তিনি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তিয়ান্না বার্তোলেত্তা। অন্যদিকে লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন ব্রিটনি রিসে। দুজনই এবার রিওতে ফেবারিটের তকমাটা গায়ে মেখে প্রতিযোগিতায় নেমেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রিসেকে হতাশায় ডুবিয়ে সোনার হাসি হাসলেন বার্তোলেত্তা। প্রতিযোগিতার পঞ্চম প্রচেষ্টায় ৭.১৭ মিটার লাফিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এর ফলে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ব্রিটনি রিসেকে। এদিন তিনি ৭.১৫ মিটার লাফিয়ে দ্বিতীয় হয়ে রৌপ্য জিতেন। অন্যদিকে জাতীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ জিতেন সার্বিয়ার ইভানা স্প্যানোভিচ। ৭.০৮ দূরত্ব লাফিয়ে এই কীর্তি গড়েন সার্বিয়ার প্রতিভান এ্যাথলেট স্প্যানোভিচ। রাসেলকে হারিয়ে মুক্তিযোদ্ধা শীর্ষে স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলের ষষ্ঠ রাউন্ডের খেলা। বিকেলে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ২-০ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডকে। একটি করে গোল করেন মুক্তিযোদ্ধার তৌহিদুল আলম তৌহিদ এবং জাভেদ খান। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল। পেছনে ফেলল চট্টগ্রাম আবাহনীকে (১১)। সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে রাসেল এখনও তলানিতেই। চ্যাম্পিয়ন বার্সিলোনা স্পোর্টস রিপোর্টার ॥ গত রবিবার প্রথম লেগ ২-০ গোলে জিতেই শিরোপার পথে এগিয়ে ছিল বার্সিলোনা। বুধবার রাতে নিজেদের মাঠ ন্যুক্যাম্পে দ্বিতীয় লেগেও ম্যাচেও সেভিয়াকে ৩-০ গোলে হারায় কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের দাপুটে জয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও ঘরে তুলেছে বার্সিলোনা।
×