ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলকে হারিয়ে স্বর্ণ জার্মানির

প্রকাশিত: ০৬:৪২, ১৯ আগস্ট ২০১৬

ব্রাজিলকে হারিয়ে স্বর্ণ জার্মানির

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে বিভিন্ন ডিসিপ্লিনে ব্রাজিল ও জার্মানির লড়াই বেশ জমে উঠেছে। গেমসের অন্যতম আকর্ষণ পুরুষ ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে দেশ দুটি। নেইমাররা প্রথমবারের মতো ব্রাজিলকে ফুটবল থেকে স্বর্ণ এনে দিতে পারেন কিনা সেটাই দেখার। তবে এর আগে গেমসের প্রমীলা বিচ ভলিবলে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছে জার্মানি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মেয়েদের বিচ ভলিবলে জার্মানিকে প্রথম স্বর্ণপদক এনে দেয়ার পথে ব্রাজিলের বারবারা সেইশাস ও আগাথা বেডনার্চুককে ২১-১৮, ২১-১৪ পয়েন্টে হারায় জার্মানির লরা লুডভিগ ও কিরা ভালকেনহোর্স্ট জুটি। রিওতে ঝড়ো বাতাসের মধ্যে ফাইনাল খেলা হয়। সঙ্গতকারণে ব্রাজিলিয়ান জুটি দর্শকদেরও সমর্থন পান। আর দুয়ো শুনতে হয় জার্মান প্রতিযোগীদের। তবে সব প্রতিকূলতা দূর করে ঠিকই শেষ হাসি হাসেন জার্মানির জুটি। ব্রোঞ্জের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ওয়ালশ জেনিংস ও এপ্রিল রস জুটির কাছে ১৭-২১, ২১-১৭, ১৫-৯ পয়েন্টে হেরে যান ব্রাজিলের লারিসা ফ্রাঙ্কা ও টালিটা আনটুনেস জুটি। ফলে এই ইভেন্ট থেকে শুধু রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলিয়ান প্রতিযোগীদের। ম্যাচ শেষে জার্মানির লুডভিগ বলেন, প্রতিপক্ষের দর্শকের মধ্যেও কিভাবে আত্মবিশ্বাসী হতে হয় সে চেষ্টা করেছি। আমরা কখনই মনযোগ হারায়নি। এ কারণেই সাফল্য ধরা দিয়েছে। তিনি আরও বলেন, স্বাগতিক হিসেবে ব্রাজিল ফেবারিট ছিল। তবে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ইয়েলিউসিনোভ কাজাখস্তানের সোনার ছেলে স্পোর্টস রিপোর্টার ॥ অলিম্পিক বক্সিংয়ে ওয়েল্টারওয়েট বিভাগে আধিপত্য ধরে রেখেছে কাজাখস্তান। রিও গেমসের দ্বাদশ দিনে সোনার পদক নির্ধারণী ম্যাচে দেশটির তারকা বস্কার ডেনিয়ারর ইয়েলিউসিনোভ ৩-০ ব্যবধানে উড়িয়ে দেন উজবেকিস্তানের শাখরাম গিয়াসোভকে। সেই সঙ্গে টানা চতুর্থ অলিম্পিকে ওয়েল্টারওয়েটে সোনা জয়ের রেকর্ডও গড়ে কাজাখস্তানের বক্সাররা। সেমিফাইনালে হেরে মরক্কোর মোহাম্মদ রাবি ও ফ্রান্সের সোলেইমানে দিওপ সিসোখো জেতেন ব্রোঞ্জ। ২০০৪ সালে এ্যাথেন্স অলিম্পিকে কাজাখস্তানকে স্বর্ণপদক উপহার দিয়েছিলেন বখতিয়ার আর্তায়েভ। পরবর্তী অলিম্পিকে কাজাখদের স্বর্ণ এনে দেন বাখয়েত সারসেকবায়েভ। আর ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সেই পদক ধরে রাখেন কাজাখস্তানের সেরিক সাপিয়েভ। এবার টানা চতুর্থ স্বর্ণপদক উপহার দিলেন ইয়েলিউসিনোভ। এর ফলে অলিম্পিকে বক্সিংয়ের স্বর্ণপদকটা যেন একেবারেই নিজের করে নিল কাজাখস্তানের বক্সাররা। ইয়েলিউসিনোভের ভাই ডাউরেন যুক্তরাষ্ট্রের পেশাদার মুষ্টিযোদ্ধা।
×