ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রমীলা ১০০ মিটার হার্ডলসে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক জয় যুক্তরাষ্ট্রের

তিন মার্কিন কন্যার মোহনীয় উদযাপন

প্রকাশিত: ০৬:৩৬, ১৯ আগস্ট ২০১৬

তিন মার্কিন কন্যার মোহনীয় উদযাপন

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকেও চলছে যুক্তরাষ্ট্রের এ্যাথলেটদের একচ্ছত্র দাপট। এবারও দেশটি এক নম্বরে থেকে গেমস শেষ করবে এটা এক প্রকার নিশ্চিত। এই সাফল্যের মাঝে মার্কিনীদের আরও একটি দুর্দান্ত সাফল্য এনে দিয়েছেন প্রমীলা তিন হার্ডলার। মেয়েদের ১০০ মিটার হার্ডলসে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক তিনটিই জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এ্যাথলেটরা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ইভেন্টটিতে যুক্তরাষ্ট্রের তিন প্রতিযোগী ব্রিয়ানা রোলিন্স, নিয়া আলি ও ক্রিস্টি কাস্টলিন জয় করেন যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক। সবার সেরা হওয়ার পথে রোলিন্স সময় নেন ১২.৪৮ সেকেন্ড। ১২.৫৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন আলী। তৃতীয় হওয়া কাস্টলিন সময় নেন ১২.৬১ সেকেন্ড। অলিম্পিকে এই ইভেন্টে প্রথমবারের মতো তিনটি পদকই একটি দেশ জিতল। এটি নতুন একটি রেকর্ড। সেরা তিনে স্থান পাওয়ার পর একসঙ্গে উদযাপনে মেতে ওঠেন তিন মার্কিন কন্যা। তাদের উদযাপন ছিল দেখার মতো। তিনজনই জাতীয় পতাকা হাতে উঁচুতে লাফ দিয়ে আনন্দ করেন। তিনজনের এই ছবিটি এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে। দুর্দান্ত সাফল্যে উচ্ছ্বসিত তিনজনই। স্বর্ণজয়ী রোলিন্স বলেন, আমি খুব খুশি। সত্যি বলতে কি আমি আত্মবিশ্বাসী ছিলাম। আরও ভাল লাগছে আমরা তিনজনই পদক পেয়েছি। এটা অনেক বড় সাফল্য। নিয়া আলী বলেন, আমাদের লক্ষ্যই ছিল এমন। যেন সবাই জিততে পারি। শেষ পর্যন্ত এটা হয়েছে। খুব ভাল লাগছে। কাস্টলিন তো বেশি উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হতে পেরে। আমরা তিনজনই বলেছিলাম আমাদের মেডেল জিততে হবে। সবাই হয়ত বলবেন, এটা ব্যক্তিগত লড়াই। কিন্তু আমরা খেলেছি দলগতভাবেই। আমরা সবকিছু একসঙ্গে করেছি। দেশের হয়ে ইতিহাস গড়তে পেরে আমরা খুব খুশি। এবারের অলিম্পিকেই অনন্য রেকর্ডের সাক্ষী হয়েছে য্ক্তুরাষ্ট্র। মেয়েদের ৪দ্ধ১০০ মিটার মিডলে রিলেতে যুক্তরাষ্ট্রকে স্বর্ণ উপহার দেন ম্যানুয়েল, ক্যাথলিন বেকার, লিলি কিং ও ডানা ভোমার। এই স্বর্ণপদকের মধ্য দিয়ে অলিম্পিক ইতিহাসে ১ হাজার স্বর্ণ জয়ের রেকর্ড গড়ে মার্কিনীরা। ইউএস অলিম্পিক কমিটি এই পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করেছে। ১৯০৪ সালের সেন্ট লুইস গেমসের পর থেকে স্বর্ণ পদকের এই সংখ্যা গণনা শুরু হয়েছে। ১৮৯৬ সালে ট্রিপল জাম্পে জেমস কনোলিকে দিয়ে শুরু। এরপর একে একে বিভিন্ন ইভেন্টে এ্যাথলেটদের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে আধুনিক অলিম্পিকে যুক্তরাষ্ট্রের দাপট প্রতিষ্ঠিত হয়েছে। রিও গেমসেও মুকুট ধরে রাখার পথে দুর্দান্ত গতিতে ছুটছে মার্কিনীরা।
×