ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আহত ১০০

তুরস্কে থানায় গাড়িবোমায় নিহত ৩

প্রকাশিত: ০৬:১২, ১৯ আগস্ট ২০১৬

তুরস্কে থানায় গাড়িবোমায় নিহত ৩

তুরস্কের পূর্বাঞ্চলীয় ইলাজিগ শহরের একটি পুলিশ স্টেশনে গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে তিন পুলিশ কর্মকর্তা নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই অঞ্চলে একই ধরনের হামলায় তিনজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটল বলে নিরাপত্তাসূত্রগুলো জানিয়েছে। খবর ওয়েবসাইটের। সিএনএন তুর্ক চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর পুলিশ স্টেশনটির ভেতরে থাকা পুলিশ কর্মকর্তারা পড়ে যান এবং ধোঁয়ার আড়ালে ঢাকা পড়ে যান। বৃহত্তম হোটেল ও প্লাজা! বিশ্বের বৃহত্তম হোটেল ও প্লাজা তৈরি হচ্ছে মক্কার আরবাজ কুদিয়ায়। আগামী বছরের মাঝামাঝি সময়ে সবার জন্য এটা উন্মুক্ত করা হবে। এটি ১০ লাখ ৪০ হাজার বর্গমিটারজুড়ে বিস্তৃত। মোট ১০ হাজার কক্ষের ভবনটির নির্মাণ খরচ ৩শ’ ৫০ কোটি মার্কিন ডলার। ৪৫ তলার ভবনটিতে ১২টি টাওয়ার, ৭০টি রেস্তরাঁ, ৪টি হেলিপ্যাড ও বলরুম থাকবে। -এই সময় মোটা হওয়ায় সাসপেন্ড মিসরের ইজিপশিয়ান রেডিও এ্যান্ড টেলিভিশন ইউনিয়নের আটজন নারী উপস্থাপককে মোটা হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তাদের ওজন কমানোর জন্য একমাস সময় দেয়া হয়েছে। ওই নারীদের ‘ডায়েট কন্ট্রোল’ করে চিকন হওয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটি জানায়, টিভির জন্য ‘উপযুক্ত চেহারা’ নিয়ে আসতে হবে। উপস্থাপকদের চিকন হওয়ার নির্দেশদাতা নারী পরিচালক সাফা হেগাজি। - বিবিসি
×