ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিক্ষোভের মুখে ভারতে এ্যামনেস্টির অফিস বন্ধ

প্রকাশিত: ০৬:১২, ১৯ আগস্ট ২০১৬

বিক্ষোভের মুখে ভারতে এ্যামনেস্টির অফিস বন্ধ

ভারতে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ এনে হিন্দুত্ববাদী একটি সংগঠনের বিক্ষোভের পর সেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটির অফিস সাময়িকভাবে বন্ধ করে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ্যামনেস্টি ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ, কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শনিবার তাদের এক সেমিনারে ভারতবিরোধী বক্তব্য ও সেøাগান দেয়া হয়েছিল। বিজেপিঘনিষ্ঠ ছাত্র সংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদ (এভিবিপি) এ বিষয়ে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছে। এ্যামনেস্টির বিরুদ্ধে বেআইনিভাবে লোক জড়ো করে দাঙ্গা বাঁধানোর চেষ্টার অভিযোগও এনেছে তারা। খবর ওয়েবসাইটের। কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ‘ক্ষমতার অপব্যবহার’ নিয়ে ব্যাঙ্গালুরুতে এক সেমিনার করে এ্যামনেস্টি ইন্ডিয়া। এরপর মঙ্গল ও বুধবার এভিবিপিসহ বেশ কয়েকটি সংগঠনের কর্মীরা বিক্ষোভ করলে অ্যামনেস্টি তাদের দিল্লী, পুনে ও চেন্নাইয়ের অফিস সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়। সেই সঙ্গে ভারতে এ মানবাধিকার সংগঠনের সব অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে বুধবার তাদের মুখপাত্র জানান। এ্যামনেস্টি ইন্ডিয়া তাদের বিরুদ্ধে আনা ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্য, উন্মুক্ত ওই অনুষ্ঠানে আসা ব্যাক্তিদের কেউ কেউ কাশ্মীরের স্বাধীনতা চেয়ে সেøাগান দিলেও তাতে তাদের কর্মকর্তা-কর্মচারীরার জড়িত ছিলেন না। ‘ওই অভিযোগে আমাদের জড়ানোর কোন যুক্তি থাকতে পারে না। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত ছিল। সারাক্ষণই মানুষ এসেছে, চলেও গেছে। কেউ কেউ ওরকম করতেও পারে, কিন্তু কোন কর্মচারী এতে জড়িত ছিল না,’ পুলিশ বলছে, তারা এভিবিপির অভিযোগ খতিয়ে দেখছে। সেমিনারের ভিডিও ফুটেজের ফরেনসিক তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। কর্তৃপক্ষ ও নিরাপত্তাবাহিনী সবসময়ই মানবাধিকার সংগঠনগুলোর এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট ব্যবহার ‘জরুরি’। ভারতের একমাত্র মুসলমান অধ্যুষিত রাজ্য কাশ্মীরে কয়েক দশক ধরেই অস্থিরতা বিরাজ করছে। এই রাজ্যকে ঘিরে পরমাণু ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে একাধ্বিার যুদ্ধও হয়েছে।
×