ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার কোম্পানির স্পট মার্কেটে লেনদেন রবিবার

প্রকাশিত: ০৬:০৭, ১৯ আগস্ট ২০১৬

চার কোম্পানির স্পট মার্কেটে লেনদেন রবিবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামী রবিবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। লেনদেন চলবে আগামী ২২ আগস্ট সোমবার পর্যন্ত। কোম্পানিগুলো হচ্ছে- সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার টেক্সটাইল ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ আগস্ট, মঙ্গলবার। ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই দুই দিন স্পট মার্কটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে। -অর্থনৈতিক রিপোর্টার মেঘনা লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’১৬) ৭ কোটি ২৬ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের। আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৭ কোটি ৯২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত প্রান্তিকে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৪ কোটি ৫৬ লাখ টাকা। আগের বছর তহবিলের পরিমাণ ছিল ১ হাজার ৩৪৮ কোটি ৫৯ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×