ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন কোম্পানির দরবৃদ্ধির কোন কারণ নেই

প্রকাশিত: ০৬:০৬, ১৯ আগস্ট ২০১৬

তিন কোম্পানির দরবৃদ্ধির কোন কারণ নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দর বাড়ার কোন কারণ নেই বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি তিনটি হলো -ফার্মা এইডস, স্টাইল ক্রাফট ও বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস। ডিএসই’র তদন্তের পরিপ্রেক্ষিতে কোম্পানি ৩টির পক্ষে থেকে ডিএসইকে জানানো হয়েছে, তাদের কোম্পানির শেয়ার দর বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। ২০ জুলাই ফার্মা এইডসের শেয়ার দর ছিল ২১৮.৭ টাকা। যা ১৮ আগস্ট লেনদেন শেষে ৭৫.৭ টাকা বা ৩৫ শতাংশ বেড়ে ২৯৪.৪ টাকায় দাঁড়িয়েছে। ১১ আগস্ট স্টাইল ক্রাফটের শেয়ার দর ছিল ১১১৭.৮ টাকা। যা ১৮ আগস্ট লেনদেন শেষে ৩০৫.২ টাকা বা ২৭ শতাংশ বেড়ে ১৪২৩ টাকায় দাঁড়িয়েছে। এদিকে ১০ আগস্ট বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডসের শেয়ার দর ছিল ৯.৮ টাকা। যা ১৮ আগস্ট লেনদেন শেষে ২ টাকা বা ২০ শতাংশ বেড়ে ১১.৮ টাকায় দাঁড়িয়েছে। ব্লক মার্কেটে ইউসিবির ৯ কোটি টাকা লেনদেন অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্লক মার্কেটে বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকটি ৫৩ লাখ ৬১ হাজার ২৫টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ১৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্লক মার্কেটে মোট ৪ কোম্পানি ও ২ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৭৩ লাখ ৪৫ হাজার ৪৫৭টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ৫৯ লাখ টাকা। গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৭ লাখ ইউনিট লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
×