ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উৎপাদন বন্ধের ব্যাখ্যা দেয়ায় দরবৃদ্ধিতে এমারেল্ড অয়েল

প্রকাশিত: ০৬:০৬, ১৯ আগস্ট ২০১৬

উৎপাদন বন্ধের ব্যাখ্যা দেয়ায় দরবৃদ্ধিতে এমারেল্ড অয়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত স্পন্দন ব্র্যান্ডের এমারেল্ড অয়েলের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার খবরে কোম্পানিটির শেয়ার দর বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ৬.৯১ শতাংশ বেড়ে টপ টেন গেইনারের চতুর্থ স্থানে উঠে এসেছে। এমারেল্ড অয়েলের উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এরই মধ্যে তথ্য প্রকাশ করা হয়েছে। বুধবার এ তথ্য প্রকাশ করা হয়। বাজার সংশ্লিষ্টদের মতে, কোন কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার খবর অতি সংবেদনশীল ও নেতিবাচক খবর। এ খবর সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার দর কমে যাওয়া স্বাভাবিক। বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দাম বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার এমারেল্ড অয়েলের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩৭.৬ টাকা। বৃহস্পতিবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৪০.২ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৩৭.২ টাকা থেকে ৪০.৬ টাকায়। দর বাড়ার শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেকের ৯.৯৪ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৯.৫৯ শতাংশ, কাশেম ড্রাইসেলের ৭.৬৮ শতাংশ, স্টাইল ক্রাফটের ৬.২৫ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৫.৭৭ শতাংশ, ইনটেক অনলাইনের ৫.৬৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৫.৬৮ শতাংশ, ইনফরমেশন টেকনোলজির ৫.২৯ শতাংশ, জিকিউ বলপেনের ৫.২১ শতাংশ দাম বেড়েছে। দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেয়া হয়নি।
×