ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৬:০৬, ১৯ আগস্ট ২০১৬

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এই দিনে পাঁচ কার্যদিবস পরে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জের সার্বিক সূচক কমল। তবে অন্য দুটি সূচক বুধবারেও কমেছিল। সার্বিক সূচক কিছুটা কমলেও দুই স্টক একচেঞ্জে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন বেড়েছে। অপরদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও ২৭ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। উভয় বাজারেই দীর্ঘদিন ধরে দরপতনে থাকা কোম্পানিগুলোর চাহিদা বেড়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি কোম্পানির বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। তবে এর বিপরীতে জাঙ্ক বা স্বল্প মূলধনী কোম্পানিগুলোর দর কমেছে বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫০৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল টিউবস, আমান ফিড, কাসেম ড্রাইসেল, মবিল যমুনা বিডি, ইফাদ অটোস, একমি ল্যাবরেটরিজ, আলহাজ্ব টেক্সটাইল, সাইফ পাওয়ার, ইবনে সিনা ও শাহজিবাজার পাওয়ার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সাইফ পাওয়ার টেক, ন্যাশনাল টিউবস, কাসেম ড্রাইসেল, এমারেল্ড ওয়েল, স্টাইল ক্রাফট, আলহাজ্ব টেক্সটাইল, ইনটেক, ঢাকা ডাইং, আইটিসি ও জিকিউ বলপেন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ৮ম আইসিবি, সোনারগাঁও টেক্সটাইল, মেঘনা পেট, ঢাকা ব্যাংক, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মেঘনা কনডেন্স মিল্ক, ইমাম বাটন, শ্যামপুর সুগার ও প্রগ্রেসিভ লাইফ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্রিমিয়ার সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, কাসেম ড্রাইসেল, সাইফ পাওয়ার টেক, জাহিন স্পিনিং, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, এমারেল্ড ওয়েল ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।
×