ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউজিসিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর স্মারক বক্তৃতা

প্রকাশিত: ০৬:০৫, ১৯ আগস্ট ২০১৬

ইউজিসিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর স্মারক বক্তৃতা

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর এক স্মারক বক্তৃতা বুধবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, সভাপতি, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুকে অবিসংবাদিত নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সমগ্র জাতির নেতা এবং তিনি দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। দেশ পরিচালনায় বঙ্গবন্ধু একজন সৎ, দক্ষ এবং দূরদৃষ্টিসম্পন্ন প্রশাসক ছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে কাজ করতে পারা তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম থেকে শিক্ষা নেয়ার জন্য সকলকে আহবান জানান। প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি, মোঃ কামাল হোসেন, সভাপতি, ইউজিসি অফিসার্স এ্যাসোসিয়েশন ও মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, ইউজিসি কর্মচারী ইউনিয়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি, মোঃ সামছুল আলম, সচিব (ভারপ্রাপ্ত), ইউজিসি, বিভাগীয় প্রধান এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি হজ যাত্রী পরিবহনে সঙ্কট এড়াতে এজেন্সিগুলোর সহযোগিতা চায় বিমান বরাদ্দকৃত আসনের বিপরীতে কতিপয় হজ এজেন্সি যথাসময়ে টিকিট গ্রহণ না করায় সৃষ্ট যাত্রী স্বল্পতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ পর্যন্ত মোট ১০টি হজ ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইট বাতিল ও ক্ষেত্র বিশেষে কম-সংখ্যক যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনার কারণে নির্ধারিত সংখ্যক হজযাত্রী পরিবহনে বিমানের ‘ক্যাপাসিটি লস’-এর পরিমাণ ৫ হাজার ছাড়িয়ে গেছে। অবস্থার দ্রুত উন্নতি না হলে হজ পরিবহনে পরবর্তী পর্যায়ে মারাত্মক সঙ্কট তৈরি হতে পারে বলে বিমান ব্যবস্থাপনা আশঙ্কা প্রকাশ করছে। গত ৪ আগস্ট থেকে শুরু হওয়া হজ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত মোট ৫৮টি ফ্লাইটে প্রায় ১৮ হাজার হজযাত্রী বিমানে জেদ্দা পৌঁছেছেন। ৫ সেপ্টেম্বর সমাপ্য প্রি-হজ ফ্লাইট পরিচালনার জন্য ডেডিকেটেড ও শেড্যুল মোট ১৪৪টি ফ্লাইটে প্রায় ৫২ হাজার হজযাত্রী জেদ্দা পৌঁছানোর ব্যবস্থা করেছে বিমান। প্রি-হজ অপারেশনসের প্রথম সপ্তাহ পর্যন্ত কোনরূপ সমস্যা ছাড়াই এগিয়ে চলছিল হজ ফ্লাইট পরিচালনা, কিন্তু দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১১ আগস্ট থেকে যাত্রী স্বল্পতার কারণে হজ ফ্লাইট পরিচালনায় বিঘœ ঘটে। -বিজ্ঞপ্তি
×