ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা, গ্যাসে দগ্ধ দুজনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৩, ১৯ আগস্ট ২০১৬

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা, গ্যাসে দগ্ধ দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বংশালে পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এদিকে কোতোয়ালিতে একটি বাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর বংশাল কাজী আলাউদ্দিন রোডের পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আসমা আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত আসমা স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবার নাম মোঃ আলমগীর হোসেন। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কাজী আলাউদ্দিন রোড নিজ বাড়ি পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে কিশোরী আসমা আক্তার। পরে ওই বাড়ির সামনে থেকে তাকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা জামিল হোসেন জানান, সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। স্থানীয় একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে কিছু ঘটতে পারে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। দগ্ধ দুই যুবকের মৃত্যু ॥ রাজধানীর কোতোয়ালির রাধিকা বসাক লেনের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধের ঘটনায় হিরা মিয়া (২৩) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয়েছে। এর আগে বুধবার সকাল দশটায় রুবেল (২৪) নামের একজন মারা যান। তাদের দুজনকেই বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, হিরার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। আর দগ্ধ রুবেলের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। জানা গেছে, কোতোয়ালি থানাধীন রাধিকা বসাক লেনের ৫২ নম্বরের একটি ২য় তলার একটি বাসায় নিচতলায় মেসে থাকতেন রুবেল এবং হিরা। একই এলাকার একটি সাউন্ড সিস্টেমের একটি দোকানে কাজ করতেন তারা। কাজ শেষ করে গত রবিবার রাত ৩টার দিকে বাসায় এসে মশার কয়েল ধরাতে গেলে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে রুবেলও হিরা মারাত্মক দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান জানান, তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার সকালে রুবেল ও পরদিন বৃহস্পতিবার সকালে হিরা মারা গেছেন।
×