ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আহত পৌনে ২শ’

হবিগঞ্জে ভারতীয় সিরিয়াল দেখা নিয়ে সংঘর্ষ, গুলি

প্রকাশিত: ০৬:০২, ১৯ আগস্ট ২০১৬

হবিগঞ্জে ভারতীয় সিরিয়াল দেখা নিয়ে সংঘর্ষ, গুলি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৮ আগস্ট ॥ ডিশ লাইনে ভারতীয় চ্যানেলে কিরণমালা সিরিয়াল দেখা ও সালিশ বৈঠকের মীমাংসা উপেক্ষা করে বৃহস্পতিবার সদর উপজেলাধীন ঢল এলাকায় দু’দল সশস্ত্র লোকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ-গুলিবর্ষণের ঘটনায় পুলিশ ও নারী-শিশুসহ আহত হয়েছে অন্তত পৌনে দুশ’ লোক। এদের মধ্যে পুলিশের শটগানের গুলি ও টেঁটাবিদ্ধ অবস্থায় গুরুতর আহত আতর আলী, নানু মিয়া, গিয়াস উদ্দিন, মোশারফ, খেলু মিয়া ও টেনুসহ অন্তত ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত ডাক্তাররা জানিয়েছেন, এদের সবার অবস্থাই শঙ্কটাপন্ন। এছাড়া আহত বহু নারী-পুরুষ ও শিশুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ছাড়াও অনেককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয় অন্তত ৫ পুলিশ সদস্য। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চললে সংশ্লিষ্ট এলাকাসহ হবিগঞ্জ-লাখাই ভায়া নারিনগর-ঢাকা সড়কপথ রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সংশ্লিষ্ট সড়কে অন্তত সাড়ে ৫ ঘণ্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানায়, ওই এলাকাস্থ ঢল বাজারের শাকির রেস্টুরেন্টে ডিশ লাইন কিরণমালা সিরিয়াল দেখা নিয়ে গেল বুধবার রাতে সানু মিয়ার মেয়ে রেবা ও হাফসার সঙ্গে একই গ্রামের শেফালীর বাক বিত-ার ঘটনা ঘটে। এ খবর পেয়ে উভয় পক্ষাবলম্বনকারী পরিবারের লোকজন উক্ত রেস্টুরেন্টে এসে একে অপরের সঙ্গে তর্কযুদ্ধ ও হাতাহাতিতে লিপ্ত হয়। এ সময় রেস্টুরেন্টের মালিক কামরুলসহ অন্তত ৫ জন আহত হন। বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গ এই রাতেই মীমাংসা করে দেন। কিন্তু ভেতর থেকে কেউই মেনে নিতে না পারায় আজ বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে সংঘর্ষের খবর পেয়ে এসপি জয়দেব কুমার ভদ্রের নির্দেশে প্রথমে সদর থানার নবাগত ওসি মোঃ ইয়াসিনের নেতৃত্বে একদল এবং পরবর্তীতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ, ৫ রাউন্ড টিয়ারশেল ও ৯ রাউন্ড শটগানের গুলি ছুড়ে দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এদিকে আবারও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থল ও আশপাশের গ্রামগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×