ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে নিহত ইমাম আকুঞ্জির লাশ এসেছে ॥ প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ০৬:০১, ১৯ আগস্ট ২০১৬

নিউইয়র্কে নিহত  ইমাম আকুঞ্জির লাশ এসেছে ॥  প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তদের গুলিতে নিহত ওজোনপার্ক আল-ফোরকান মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন আকুঞ্জির (৫২) মরদেহে শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আলাউদ্দিন আকুঞ্জির মরদেহ নিউইয়র্ক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো তার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের নেতৃত্বে একটি প্রতিনিধি দল লাশ গ্রহণ করেন এবং মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে উপস্থিত মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর শোকবার্তাও শুনানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় আব্দুস সোবহান গোলাপ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এখানে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা, পরিবারের সার্বিক খোঁজখবর ও লাশ গ্রামের বাড়িতে পাঠানোর সুব্যবস্থা করতে এসেছি।’ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী এবং জাতিসংঘের স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ড. আবদুল মোমেন। পরে বেলা ১১টায় পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়। বিমানবন্দরে লাশ গ্রহণ করেন নিহতের ছোটভাই মাওলানা জালাল উদ্দিন আকুঞ্জি এবং সেখান থেকে লাশ এ্যাম্বুলেন্সযোগে মরহুমের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঘোষপাড়া গ্রামে পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় দলীয় জাতীয় সংসদ সদস্যদের লাশ গ্রহণ করে সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার নির্দেশ প্রদান করেন। প্রসঙ্গত, ১৪ আগস্ট নিউইয়র্কের ওজোনপার্কে ইমাম আলাউদ্দিন ও তার বন্ধু তারা উদ্দিনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। সেখানে নিহতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জে আকুঞ্জির জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন নিজস্ব সংবাদদাতা জানান, নিউইয়র্কের কুইন্সে সন্ত্রাসীদের গুলিতে নিহত ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই ময়দানে অনুষ্ঠিত জানাজায় হবিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি এ্যাডভোকেট আলহাজ মোঃ আবু জাহির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীসহ নানা পেশার কয়েক হাজার মুসল্লি অংশ নেন। জানাজা শেষে জনপ্রিয় এই সুন্নী ইমামকে শেষবারের মতো একনজর দেখতে লাইনে দাঁড়ানো অবস্থায় মানুষের ঢল নামে। এ সময় নিহত আলাউদ্দিনের আত্মীয়-স্বজনরাও যেন শোকে স্তব্ধ ছিলেন। এদিকে জানাজা শেষে মরহুম ইমাম আলাউদ্দিনের জীবনাদর্শনের ওপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুসল্লিরা ইমাম আলাউদ্দিনের মতো একজন সাদাসিধে মানুষকে নির্মমভাবে হত্যার জন্য দায়ী সন্ত্রাসীদের দ্রুত কঠোর শাস্তির আওতায় আনতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে মরহুম আলাউদ্দিনের দ্বিতীয় জানাজা একই দিন বাদ আছর অনুষ্ঠিত হয় জেলার চুনারুঘাট উপজেলাধীন আমরোড ঈদগাহ ময়দানে। সন্ধ্যার আগে মরহুম আলাউদ্দিনকে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় শাহজালাল বিমানবন্দরে ইমাম আলাউদ্দিনের মরদেহ পৌঁছে যুক্তরাষ্ট্র থেকে।
×