ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেয়েরা এগিয়ে পাসে, ছেলেরা জিপিএ-৫-এ

প্রকাশিত: ০৫:৫৫, ১৯ আগস্ট ২০১৬

মেয়েরা এগিয়ে পাসে, ছেলেরা জিপিএ-৫-এ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে পাসের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। তবে মেধার সর্বোচ্চ স্কোর জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে আছে মেয়েদের চেয়ে। চলতি বছর ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ, মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৬০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৩৮১ জন এবং ছাত্রী ২৫ হাজার ৮৯৫ জন। বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। ছেলে-মেয়েদের তুলনামূলক চিত্রে দেখা যায়, মেয়েরাই এগিয়ে। ঢাকা বোর্ডে ছেলেদের পাসের হার ৭২.০৪ শতাংশ, মেয়েদের পাসের হার ৭৫.১০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৫২৪৫ জন ছেলে শিক্ষার্থী ও আর মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৮৬৫ জন। রাজশাহী বোর্ডে ছেলেদের পাসের হার ৭২.৭১ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৮.৭০ শতাংশ। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫৮০ জন, মেয়েদের মধ্যে ২৪৯৩ জন। কুমিল্লা বোর্ডে ছেলেদের পাসের হার ৬৪ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৪.৯৭ শতাংশ। ছেলে ৯৬৮ জন ও মেয়ে ৯৪৪ জন জিপিএ-৫ পেয়েছে। যশোর বোর্ডে ছেলেদের পাসের হার ৮১.৬৭ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৫.৪১ শতাংশ। ছেলেরা ২৬১৬ ও মেয়েরা ১৯৭০ জন জিপিএ-৫ পেয়েছে। চট্টগ্রাম বোর্ডে ছেলেদের পাসের হার ৬৩.৬৭ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৫.৫২ শতাংশ। ছেলেরা ১২৪৪ জন ও মেয়েরা ১০০৯ জন জিপিএ-৫ পেয়েছে। বরিশাল বোর্ডে ছেলেদের পাসের হার ৬৮.০৭ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭২.৩৮ শতাংশ। ছেলেরা ৪১৬ জন ও মেয়েরা ৩৭১ জন জিপিএ-৫ পেয়েছে। সিলেট বোর্ডে ছেলেদের পাসের হার ৭০.৩১ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৭.১১ শতাংশ। ছেলেরা ৭৯৪ জন ও মেয়েরা ৫৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। দিনাজপুর বোর্ডে ছেলেদের পাসের হার ৬৮.৩৩ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৩.২৩ শতাংশ। ২৩৩৪ জন ছেলে ও ১৫৬৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
×