ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শতভাগ পাস ৮৪৮টি, ২৫টিতে সবাই ফেল

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ আগস্ট ২০১৬

শতভাগ পাস ৮৪৮টি, ২৫টিতে সবাই ফেল

স্টাফ রিপোর্টার ॥ এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ৮৪৮টি, আর কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৫টি। সে হিসেবে চলতি বছর শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে কমেছে, সেইসঙ্গে কমেছে কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যাও। গত বছর ১ হাজার ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করলেও চলতি বছর এ সংখ্যা ৮৪৮টি। গত বছরের তুলনায় সবাই পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২৮৫টি। অন্যদিকে চলতি বছর কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৫টি। গতবছর ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করলেও চলতি বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১০টি। চলতি বছর আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। ফল পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাই পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮৪৮ টি ও সবাই ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৫টি। ঢাকা বোর্ডে সবাই পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩টি, সবাই ফেল এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি। রাজশাহী বোর্ডে সকল শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৮টি, সবাই ফেল করেছে এমন প্রতিষ্ঠান ৮টি। কুমিল্লা বোর্ডে সবাই পাস করেছে এমন প্রতিষ্ঠান ৮টি, সবাই ফেল করেছে এমন কোন প্রতিষ্ঠান নেই। যশোর বোর্ডে সবাই পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩টি, সবাই ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১টি। চট্টগ্রাম বোর্ডে সবাই পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি, তবে বোর্ডটির কোন প্রতিষ্ঠানেরই সকল শিক্ষার্থী ফেল করেনি। বরিশাল বোর্ডে সবাই পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২টি, বোর্ডটিতে সবাই ফেল করেছে এমন প্রতিষ্ঠান নেই। সিলেট বোর্ডে সবাই পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি, এ বোর্ডের কোন প্রতিষ্ঠানেরই সকল শিক্ষার্থী ফেল করেনি। দিনাজপুর বোর্ডে সবাই পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১১টি, আর সবাই ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮টি। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে সবাই পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৮৫টি, আর সবাই ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি। কারিগরি বোর্ডে সবাই পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৫৮টি, আর বোর্ডটিতে সবাই ফেল করেছে এমন কোন প্রতিষ্ঠান নেই। আর এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।
×