ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশাসন যেন তাদের পরিধির বাইরে হস্তক্ষেপ না করে ॥ সিনহা

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ আগস্ট ২০১৬

প্রশাসন যেন তাদের পরিধির বাইরে হস্তক্ষেপ না করে ॥ সিনহা

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সংসদ সদস্যরা যখন আইন করবেন, তখন আইনগুলো যেন সঠিকভাবে হয়, যেন বিচার বিভাগের ওপর চাপ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার প্রথিতযশা আইনজীবী মাহমুদুল ইসলামের স্মরণসভায় প্রধান বিচারপতি সংসদ সদস্যদের প্রতি এ আহ্বান জানান। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মাহমুদুল ইসলাম স্মরণসভা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান বিচারপতি বলেন, মাহমুদুল ইসলামের মৃত্যুতে আমরা আইন অঙ্গনের একজন অভিভাবককে হারিয়েছি। তিনি আরও বলেন, প্রশাসনে যাঁরা আছেন, তাঁরা যেন তাঁদের যে পরিধি আছে, তার বাইরে হস্তক্ষেপ না করেন। এতে বিচার বিভাগের ওপর চাপ পড়ে যাবে। প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশে বলেন, আমি প্রথমে বলব, বিচারক হিসেবে আমার পরিধি হচ্ছে- আমি বিচারক। আমার কাজ সময়মতো কোর্টে কাজ করা। আমার কাজ সময়মতো রায়টা দিয়ে দেয়া। আমি ব্যক্তি বিচারক হিসেবে যেন সমালোচনার উর্ধে থাকি। আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আমি আশা করব, আমাদের যে আইনজীবীরা আছেন, তাদের কাছে যখন কোন মক্কেল মামলা নিয়ে আসেন, তখন মাহমুদুল ইসলামের মতো ব্যবহার করবেন। যদি মামলায় গ্রহণযোগ্যতা না থাকে তাহলে মামলা ফিরিয়ে দেবেন। এতে মামলার চাপ বা জট কমে যাবে। আর যদি গ্রহণযোগ্যতা থাকে, তাহলে মামলার প্রেজেন্টশন ঠিকভাবে করবেন। আমরা কিন্তু প্রকৃতপক্ষে এটা ভুলে যাচ্ছি। আইন সবার জন্য সমান, এ উদহারণ দিতে গিয়ে তিনি জার্মানির একজন বিচারপতিকে উদ্বৃত করে বলেন, আইনের গতি একটাই আইন কোনদিন কারও মুখ চেয়ে কথা বলে না। আমরা আইনজীবী, বিচারক, প্রশাসনে যারা আছি, আইন প্রণেতারা প্রত্যেকে প্রত্যেকের লাইনের ব্যাপারে যদি ওয়াকিবহাল হই, তাহলে মাহমুদুল ইসলামের জীবন, ব্যক্তিত্ব, আইনের প্রজ্ঞা ও নীতির ব্যাপারে যেটা আলোচনা করছি সেটা সার্থক হবে। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে অন্যদের বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক, ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমির উল ইসলাম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, ব্যারিস্টার রফিকুল ইসলাম, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
×