ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গী সন্ত্রাসীরা আবারও আঘাত হানতে পারে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:২৭, ১৯ আগস্ট ২০১৬

জঙ্গী সন্ত্রাসীরা আবারও আঘাত হানতে পারে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জঙ্গী, সন্ত্রাসী, আগুন সন্ত্রাসী সবাই একই সূত্রে গাঁথা। এদের উদ্দেশ্য এক। এ অপশক্তি ঐক্যবদ্ধ। এরা আবার আঘাত হানতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির এ কথা বলেন। মেয়র বলেন, দেশকে অকার্যকর করার অপতৎপরতার অংশ হিসেবে এরা খুন-সন্ত্রাস চালাচ্ছে। দেশের কল্যাণে ও সমাজ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীদের সচেতন থেকে দায়িত্ব পালন করতে হবে। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মোঃ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, নঈম উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ। প্রধানমন্ত্রীর দেয়া পুরস্কার পেল শিশু জিন্নাতুন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ আগস্ট ॥ দেশব্যাপী অটিস্টিক ও বিশেষ শিশুদের আঁকা ছবির মধ্য থেকে ঠাকুরগাঁও ফ্রীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতনের অটিস্টিক শিক্ষার্থী জিন্নাতুন নাহারের আঁকা ছবি প্রধানমন্ত্রীর ১৪২৩ বাংলা নববর্ষের কার্ডে অন্তর্ভুক্ত হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ দিতে পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও ফার-রিচিং ইকোনমিক্যাল এ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ফ্রীড’র সহযোগিতায় ফ্রীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ^াস। অনুষ্ঠানে অটিস্টিক শিক্ষার্থী জিন্নাতুন নাহার ও তার মা-বাবার হাতে প্রধানমন্ত্রী প্রদত্ত এক লাখ টাকার চেক ও ফুলের তোড়া তুলে দেয়া হয়। মামলা থেকে রেহাই পেলেন সাংবাদিক শাহীন জনকণ্ঠ রিপোর্ট ॥ বৃহস্পতিবার লালমনিরহাটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জনকণ্ঠের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা খারিজ করে দিয়েছেন। চার বছর পর মামলাটি খারিজ করেছে আদালত। জানা যায়, ২০১২ সালের ৪ মে জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজের ছোট ভাই আব্দুল রাজ্জাক সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। বাল্যবিয়ে রোধে শপথ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সদর উপজেলার ১০টি ইউনিয়নের রেডকার্ড টিমের বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার জন্য শপথবাক্য পাঠ করানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আগড়দাড়ি ও ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদি। এ সময় প্রতিটি কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিয়ে বন্ধে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। পোনা অবমুক্ত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে মাছের প্রজনন, বংশ বৃদ্ধি ও বেকার সমস্যা দূরীকরণে জলাশয়ে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গজারিয়া উপজেলার টেঙ্গারচর, ইমামপুর, গজারিয়া এই তিনটি ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ ও ঘনিয়ার পোনা অবমুক্ত করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন।
×