ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফসানা ফেরদৌসী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৬, ১৯ আগস্ট ২০১৬

আফসানা ফেরদৌসী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ আগস্ট ॥ ঢাকার সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের মেধাবী ছাত্রী ঠাকুরগাঁওয়ের মেয়ে আফসানা ফেরদৌসীর খুনীদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবিতে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে ঠাকুরগাঁও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচীতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, অধ্যক্ষ আবু মহিউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি আফরোজা পারভীন, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, সহ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মনিকা মল্লিক, এ্যাডভোকেট নাসির, এ্যাডভোকেট আবু সায়েম প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, ঢাকায় আফসানা ফেরদৌসীকে ধর্ষণের পর শ^াসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। কিন্তু একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চেষ্টা চালাচ্ছে। এমনকি এই হত্যাকা-ের পাঁচদিন অতিবাহিত হলেও পুলিশ এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। বাকৃবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন বাকৃবি সংবাদদাতা ॥ আনন্দর‌্যালি, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান।
×