ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী বোর্ডে ১৭ প্রতিবন্ধীর সাফল্য

প্রকাশিত: ০৪:২১, ১৯ আগস্ট ২০১৬

রাজশাহী বোর্ডে ১৭ প্রতিবন্ধীর সাফল্য

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রতিবন্ধিতা দমাতে পারেনি শামীম, রক্তিম ও জাকারিয়াদের। রাজশাহী বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ১৯ প্রতিবন্ধীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ জন। এদের মধ্যে ৯ জনই দৃষ্টি প্রতিবন্ধী। ৮ জন শারীরিক প্রতিবন্ধীর সবাই পাস করেছে। এদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী মোল্লা আবু শামীম জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শারীরিক প্রতিবন্ধী শামীম সিরাজগঞ্জ কালেক্টরেট কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নেয়। আরেক শারীরিক প্রতিবন্ধী বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী জাকারিয়া আরমান পেয়েছে জিপিএ-৪.৯২। অন্য ছয় শারীরিক প্রতিবন্ধীও তুলনামূলক ভাল ফলাফল করেছে। এদের মধ্যে নাটোরের নবাব সিরাজদৌলা সরকারী কলেজের রক্তিম সরকার গ্রেড-৪.৬৭, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের হুসাইন মোহাম্মদ তালাল সিদ্দিকী গ্রেড-৪.৫০, নওগাঁর আস্তান মোল্লা কলেজের নৌজিস নিলয় গ্রেড-৪.০০, রাজশাহী সরকারী সিটি কলেজের তাহেরাতুন নেসা গ্রেড-৩.৮৩, ভোলাহাট মহিলা কলেজের আফিয়া ইয়াসমিন গ্রেড-৩.৪২, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স কলেজের আক্কাস আলী গ্রেড-৩.০০ পেয়েছে। নয় দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে জয়পুরহাট সরকারী মহিলা কলেজের সুমাইয়া আক্তার মিতু গ্রেড-৪.৬৭, বিউটি ম-ল শাপলা গ্রেড-৪.৫০, পাবনার শহীদ বুলবুল সরকারী কলেজে মাসুদুর রহমান গ্রেড-৪.৪২, আমিনুল ইসলাম গ্রেড-৩.৪২, পাবনা কলেজের খোরশেদ আলম গ্রেড-৪.৩৩, সিরাজগঞ্জের উল্লাপাড়া গাজালি কলেজের আলফাজ উদ্দিন গ্রেড-৪.১৭, গোদাগাড়ী মহিলা কলেজের রেজিনা পারভীন গ্রেড-৩.৮৩, রাজশাহী কোর্ট কলেজের আলম ইসলাম গ্রেড-৩.৭৫, ও নাটোরের এনএস পাবনা কলেজের হাবিবুর রহমান গ্রেড-৩.৭৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। দিনাজপুরে জিপিএ-৫ ও ছাত্রীদের পাসের হার বেড়েছে স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৬৪। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব আমিনুল হক ২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন। এবার ১ লাখ ৪ হাজার ৬৭৪ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩০ হাজার ৯৬ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭২ হাজার ৮২৯ জন। এর মধ্যে ৩৭ হাজার ১৫৬ ছাত্র ও ৩৫ হাজার ৬৭৩ ছাত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। ৭৩ দশমিক ২৩ ভাগ ছাত্রী পাস করলেও ছাত্র পাস করেছে ৬৮ দশমিক ৩৩ ভাগ। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯৯। এর মধ্যে ২ হাজার ৩৩৪ ছাত্র ও ১ হাজার ৫৬৫ ছাত্রী।
×