ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মেয়েরা ছাড়িয়ে গেল ছেলেদের

প্রকাশিত: ০৪:২০, ১৯ আগস্ট ২০১৬

চট্টগ্রামে মেয়েরা ছাড়িয়ে গেল ছেলেদের

হাসান নাসির, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলে পাসের হারে মেয়েরা ছাড়িয়ে গেল ছেলেদের। তবে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে এগিয়ে ছেলেরা। সামগ্রিক ফলাফল গতবারের চেয়ে ভাল। উন্নতি ঘটেছে প্রায় সকল সূচকে। খারাপ ফলের বৃত্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছে মফস্বলের কলেজগুলো। বৃহস্পতিবার ফল প্রকাশের পর নগরীর নামী কলেজগুলোতে পরিলক্ষিত হয় বাঁধভাঙ্গা আনন্দ। কারণ বরাবরের মতো এবারও সিংহভাগ এ-প্লাস এ কলেজগুলোরই দখলে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২২৫টি কলেজ থেকে এবার ৮৬ হাজার ৭১৬ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৬ হাজার ১৬ শিক্ষার্থী। পাসের হার ৬৪ দশমিক ৬০। এর মধ্যে ২৭ হাজার ৪২৯ ছেলে, ২৮ হাজার ৫৮৭ জন মেয়ে। পাসের হার ছেলে ৬৩ দশমিক ৬৭ শতাংশ এবং মেয়ে ৬৫ দশমিক ৫২ শতাংশ। তবে পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছেলেরা এগিয়ে আছে। বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছে মোট দুই হাজার ২৫৩ জন। এর মধ্যে এক হাজার ২৪৪ ছেলে আর ১০০৯ মেয়ে। সামগ্রিক ফলাফল এবার গত বছরের চেয়ে ভাল। পাসের হার ২০১৫ সালে ছিল ৬৩ দশমিক ৪৯ শতাংশ। এবার তা উন্নীত হয়েছে ৬৪ দশমিক ৬০ শতাংশে। মোট পাঁচটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ কলেজগুলো হলো- ক্যাম্ব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, ইউরিয়া ফার্টিলাইজার স্কুল, ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও মহানগর কলেজ। তবে শেষোক্ত কলেজটির পরীক্ষার্থী ছিল মাত্র একজন। এবার কোন শিক্ষার্থীই পাস করেনি এমন কোন কলেজ নেই। জিপিএ-৫ অর্জনে সেরা দশ ॥ এবারও ঈর্ষণীয় ফল নামী কলেজগুলোর দখলে। চট্টগ্রাম বোর্ডের জিপিএ-৫ অর্জনকারী তুই হাজার ৩৫৩ জনের মধ্যে এক হাজার ৮০৯ জনই ১০টি কলেজের শিক্ষার্থী। এর মধ্যে শীর্ষস্থান অর্জনকারী কলেজটি হলো চট্টগ্রাম সরকারী কলেজ। জিপিএ-৫ এর ভিত্তিতে বোর্ডের সেরা কলেজগুলো হলো- চট্টগ্রাম সরকারী কলেজ (৪৬৯), সরকারী হাজী মুহম্মদ মুহসীন কলেজ (৪৩৪), ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (২১৭), চট্টগ্রাম কমার্স কলেজ (২০৫), সরকারী সিটি কলেজ (১৯৮), নৌবাহিনী কলেজ (৬৪), সরকারী মহিলা কলেজ (৬১), কক্সবাজার সরকারী কলেজ (৬০), হাজেরা তজু ডিগ্রী কলেজ (৫২) ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৪৯)। এর মধ্যে ক্যাডেট কলেজের সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, মফস্বলের কলেজগুলো ধীরে ধীরে উঠে আসছে। বিশেষ করে পাসের হারের ক্ষেত্রে উন্নতি ঘটছে। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৬ দশমিক ৯৬ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৬০ দশমিক ২৩ শতাংশ। আর মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাস করেছে ৬৭ দশমিক ৫৮ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৬৩ দশমিক ৭৪। উল্লেখযোগ্য হলো, পার্বত্য অঞ্চলসহ চট্টগ্রামের বাইরের এলাকায় পাসের হার বৃদ্ধি। এর মধ্যে রাঙ্গামাটি জেলায় পাস করেছে ৪৭ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী, যা আগের বছর ছিল ৪৩ দশমিক ৯১। খাগড়াছড়িতে এবার পাসের হার ৫১ দশমিক ৭০, আগের বছর ছিল ৫০ দশমিক ১৬। বান্দরবান জেলায় পাসের হার ৬১ দশমিক ৬৪, যা আগের বছর ছিল ৫৭ দশমিক ৯৯ শতাংশ।
×