ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার উদ্দেশে খোলা চিঠি দিচ্ছেন ডাঃ জাফরুল্লাহ

প্রকাশিত: ০৮:৫৯, ১৮ আগস্ট ২০১৬

খালেদা জিয়ার উদ্দেশে খোলা চিঠি দিচ্ছেন ডাঃ জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার ॥ বড়সড় কমিটি গঠন ও জামায়াত সঙ্গ ত্যাগ নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে যা বলার সোজাসুজি বলতে চান গণস্বাস্থ্যের ট্রাস্টি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। এ জন্য দু’এক দিনের মধ্যেই বিএনপি চেয়ারপার্সনের উদ্দেশে খোলা চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্র মতে, মূলত ৫৯৪ সদস্যের ঢাউস কমিটি দেখে ক্ষুব্ধ হয়েছেন ডাঃ জাফরুল্লাহ। এছাড়া কাউন্সিলের প্রায় পাঁচ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাতেও ক্ষুব্ধ তিনি। পাশাপাশি স্বাধীনতাবিরোধী জামায়াতকে এখনও না ত্যাগ করায় আগেই ক্ষুব্ধ হয়ে আছেন ডাঃ জাফরুল্লাহ। সব মিলিয়ে খালেদা জিয়াকে এ বিষয়ে পরামর্শ আকারে খোলা চিঠি দেবেন তিনি। এ বিষয়ে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেন, ৫৯৪ সদস্যের কমিটি ঘোষণা করে বিএনপি গঠনতন্ত্র লঙ্ঘন করেছে। এছাড়া এমন অনেককে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা কোনদিনই বিএনপি করেননি। এ কথাগুলো আমি বিএনপি চেয়ারপার্সনকে জানাব। তবে ১৫ আগস্ট জন্মদিন পালন না করে খালেদা জিয়া উদারতার পরিচয় দিয়েছেন। ফলে, ভাল কাজের জন্যই তার প্রশংসা প্রাপ্য। এটিও তাকে লিখে জানাব আমি। এক প্রশ্নের জবাবে ডাঃ জাফরুল্লাহ বলেন, দেখি, চিঠি লিখতে বসব। সম্ভব হলে দু’একদিনের মধ্যেই তা সংবাদমাধ্যমে পাঠানো হবে।
×