ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গণতন্ত্র নেই বলেই দেশে জঙ্গীবাদের উত্থান ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৮:৫৯, ১৮ আগস্ট ২০১৬

গণতন্ত্র নেই বলেই দেশে জঙ্গীবাদের উত্থান ॥ মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, সরকার আমাদের ঐক্যের আহ্বান প্রত্যাখ্যান করেছে। কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশকে এগিয়ে নিতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জাতীয়তাবাদী হেল্প সেল’ নামক একটি সংগঠন আয়োজিত গুম, খুন ও নিগ্রহের শিকার ৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, বর্তমান সরকারের একটি মাত্র উদ্দেশ্য, যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে। এতে যদি লাখ মানুষকে হত্যা করতে হয়, তাতেও তাদের আপত্তি নেই। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান তাদের এ কাজের সহযোগিতা করছে। তিনি বলেন, আজ যে জঙ্গীবাদের উত্থান তার অন্যতম কারণ দেশে গণতন্ত্র না থাকা। গণতন্ত্রহীনতার কারণেই ভয়াবহ এ দানবের উত্থান। এটাকে রোধ করতে হলে প্রয়োজন সচেতনতা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যাদেরই সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হচ্ছে, তাদেরই হত্যা করা হচ্ছে। বলা হচ্ছে বন্ধুকযুদ্ধে মারা গেছে। এভাবে তারা সারা জাতি ও বিশ্বকে বোকা বানাতে চায়। বিএনপি মহাসচিব বলেন, উগ্রবাদ-জঙ্গীবাদ সমস্যা সমাধানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিঃস্বার্থভাবে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু সরকার তা কর্ণপাত করেনি, প্রত্যাখ্যান করছে। তারা সব কিছুকে রাজনৈতিকভাবে দেখছে। তা না করে সকলে মিলে ঐক্য গড়ে তুলে জঙ্গীবাদ প্রতিরোধ করতে হবে। তিনি অভিযোগ করেন গত কয়েক বছরে বিএনপির নেতাকর্মীদের মধ্য ১ হাজার খুন, ৫০০ গুম ও ১ হাজারেরও বেশি পঙ্গু করা হয়েছে। আর লাখ লাখ মামলা ও হাজার হাজার নেতাকর্মী জেলে আছেন। দারুস সালাম থানা বিএনপি সভাপতির মুক্তি দাবি ॥ সকল মামলায় জামিনে থাকা সত্ত্বেও দারুস সালাম থানা বিএনপি সভাপতি আবদুর রহমানকে মঙ্গলবার রাতে তার বাসা থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবি জানান। বুধবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ॥ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ঠিক এবং পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। রাত সাড়ে আটটায় চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশান কার্যালয়ে এ বৈঠক হবে। উল্লেখ্য, ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের পর বিএনপির নতুন কমিটি গঠনের পর এটিই স্থায়ী কমিটির প্রথম বৈঠক।
×