ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গী সন্ত্রাসী নির্মূলে কঠোরভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৮:৫৫, ১৮ আগস্ট ২০১৬

জঙ্গী সন্ত্রাসী নির্মূলে কঠোরভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গী ও সন্ত্রাসীদের বাংলাদেশের মাটি থেকে চিরতরে নির্মূল করা হবে। কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে। শত্রু যেন কোনভাবে দেশ ও মানুষের মাঝে হানা দিতে না পারে। ষড়যন্ত্রকারীদের কোন ছাড় দেয়া হবে না। বুধবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। নাসিম বলেন, দেশ যখন উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন নানা চক্রান্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদী ও দেশবিরোধী শক্তিকে আমরা নির্মূল করব। স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কোন আপোস নয়। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে অথচ তাদের রাজনীতিতে গণতন্ত্রের কোন অস্তিত্ব নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া জনরোষ ও ধিক্কার থেকে বাঁচবার জন্য ভুয়া জন্মদিন প্রত্যাহার করেছেন। ডাঃ দীপু মনি বলেন, ১৯ বার শেখ হাসিনার ওপর হামলা এবং হলি আর্টিজানে জঙ্গী হামলাসহ সবই স্বাধীনতার পরাজিত শক্তির একাত্তরের অসমাপ্ত কাজ বাস্তবায়িত করার ধারাবাহিকতা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
×