ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরখাস্ত করে গ্রেফতারের নির্দেশ

১৭ সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী ও এমপির জাল সুপারিশ দাখিলের অভিযোগ

প্রকাশিত: ০৮:৩৬, ১৮ আগস্ট ২০১৬

১৭ সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী ও এমপির জাল সুপারিশ দাখিলের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ১৭সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় ও সংসদ সদস্যদের জাল সুপারিশ গ্রহণ করে সেবা পরিদফতরে দাখিল করার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বরখাস্ত করে বিভাগীয় তদন্ত এবং প্রয়োজনে গ্রেফতার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্সরা হলেন- রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মোঃ সদরুল ইসলাম, ধরিত্রী রানী ঘোষ, এস এম আসাদুল ইসলাম, জোসনারা খাতুন, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ খায়রুল ইসলাম, চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবু ইউসুফ, যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আঞ্জুয়ারা পারভীন ও ফয়জুন নেছা, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের রুবিয়া আক্তার, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের খন্দকার শফিকুল ইসলাম, চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের মোঃ রুহুল বাসার তালুকদার, রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতালের জেবুন্নেছা খাতুন, পাবনার নার্সিং ইনস্টিটিউটের সাহেদা পারভীন, চুয়াডাঙ্গার নার্সিং ইনস্টিটিউটের শামসুন নাহার, রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তহিদুল ইসলাম।
×