ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামায়াতের আমির নির্বাচনে ভোট শুরু রুকনদের

প্রকাশিত: ০৭:৫৯, ১৮ আগস্ট ২০১৬

জামায়াতের আমির নির্বাচনে ভোট শুরু রুকনদের

অর্থনৈতিক রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর ২০১৭-১৯ সেশনে আমির নির্বাচনের লক্ষ্যে রুকনদের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার দিনভর কঠোর গোপনীয়তা রক্ষা করে ব্যালট পেপারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। সারাদেশে একযোগে ৮৩টি সাংগঠনিক জেলায় প্রায় ৩৭ হাজার রুকন এই ভোট কার্যক্রমে অংশ নিচ্ছেন। আগামী কয়েকদিন এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বলে জামায়াতের একাধিক রুকন জানিয়েছেন। বুধবার জামায়াতের আমির নির্বাচনের মধ্য দিয়ে প্রায় ৭ বছর পর দলটির আমির নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে দলটিতে অবসান হবে প্রায় ৬ বছরের বেশি সময়ে ভারপ্রাপ্ত নেতৃত্বের। ২০০৯ সালের শেষ দিকে টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসার জামায়াতের সর্বশেষ রুকন সম্মেলন হয়। ওই সম্মেলনেই নিজামী আমির নির্বাচিত হয়েছিলেন। বিগত ছয় বছর ধরে ভারপ্রাপ্ত আমির হিসেবে মকবুল আহমাদ দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে প্রথমে এটিএম আজহারুল ইসলাম, পরে গ্রেফতার হলে সহকারী সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান দায়িত্ব পালন করেন। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর দুজনেই দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। মূলত একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর রায় কার্যকরের অপেক্ষায় ছিল জামায়াত। এ বছর তার ফাঁসি কার্যকর হলে আমির নির্বাচনের সিদ্ধান্ত নেয় দলটি।
×