ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে বিপুল অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি জব্দ

প্রকাশিত: ০৭:৫৬, ১৮ আগস্ট ২০১৬

শাহজালালে বিপুল অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ শুল্ক গোয়েন্দা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে বিপুল অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি আটক করেছে? বুধবার আলাদা দুটি অভিযানে এ সব পণ্য আটক করা হয়। হংকং ও চীন থেকে গত মাসে আসে এসব পণ্য। জানা যায়, ২৪০ কার্টনের একটি শিপমেন্টের সঙ্গে এডাপ্টর নামে মিথ্যা ঘোষণায় ১৫ সেট ভিওআইপি যন্ত্রপাতি এয়ারফ্রেইটের ১নং গেট দিয়ে খালাস করা হয় ? এর জন্য শুল্ক দেয়া হয় ৮ লাখ টাকা। কিন্তু আমদানি নিয়ন্ত্রিত হওয়ায় এসব যন্ত্রপাতি আমদানিতে বিটিআরসির অনুমতি নিতে হয়। এক্ষেত্রে তা অনুপস্থিত ছিল। আইটি বিশেষজ্ঞের মতে, জেপন ওএলটি রাউটার সরাসরি ভিওআইপির কাজে ব্যবহার করা হয়? এর মাধ্যমে সিকিউরিটি সিস্টেমের অপব্যবহার করে রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকিসহ সাইবার ক্রাইম করা সম্ভব? অপর একটি চালানে রাউটারসহ কতগুলো যন্ত্রপাতি আটক করা হয় যেগুলো বিটিআরসির অনুমোদন নেই।
×