ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদেশী বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে সিটিসেলের চুক্তি

প্রকাশিত: ০৭:৫৫, ১৮ আগস্ট ২০১৬

বিদেশী বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে সিটিসেলের চুক্তি

বিডিনিউজ ॥ সরকারের বকেয়াসহ অন্যান্য পাওনা পরিশোধ করতে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল কর্তৃপক্ষ একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বলে জানিয়েছেন সিটিসেলের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স এ্যান্ড পাবলিক রিলেশন্স তাসলিম আহমেদ। বুধবার তিনি বলেন, আমরা একটি বিদেশী ইনভেস্টমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি করেছি, এর মাধ্যমে বকেয়াসহ অন্যান্য বিষয় সমাধান করতে পারব বলে আশা করি। তবে বন্ধের মুখে থাকা এই অপারেটরটি কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে তা জানাননি তাসলিম আহমেদ। এর আগে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী বলেছিলেন, বিনিয়োগ আনতে আমরা চেষ্টা করে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি ইতোমধ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সিটিসেলের লাইসেন্স বাতিলের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে এর গ্রাহকদের অপারেটর পরিবর্তনের জন্য ২৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
×