ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৭, ১৮ আগস্ট ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

১. লাইব্রেরির সুবিধা কী? র. সেখানে অনেক বই থাকে- রর. বই কিনে পড়তে হয় না ররর. নিজের পছন্দমতো বই পড়তে পারা যায়- নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২. নজরুলের কবিতাকে বিশিষ্টটা দান করেছে - ক) বাংলা-উর্দু শব্দের ব্যবহার খ) ইংরেজি ও বাংলার ব্যবহার গ) হিন্দি-সংস্কৃতি শব্দের ঘ) আরবি-ফারসি শব্দের ব্যবহার ৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? ক) সংস্কৃতির এপিঠ ওপিঠ খ) সংস্কৃতি কথা গ) সমাজ ও সভ্যতা ঘ) সভ্যতা ও সুখ ৪. ‘মমতাদি’ গল্পে মা মমতাদিকে জেরা করলেন কেন? ক) কাজে নিয়োগদানের প্রয়োজনে খ) তাকে পছন্দ হয়নি বলে গ) তাকে সন্দেহ হওয়ায় ঘ) মা’র বাবা উকিল তাই ৫. মমতাদির সঙ্গে ছেলেটির কথোপকথনকে মূল্যবান বলার কারণ- র. কথায় মূল্যবান জিনিস ছিল রর. কথার ভেতরে স্নেহ লুকিয়ে ছিল ররর. কথায় বন্ধুত্বপূর্ণ আবেগ লুকিয়ে ছিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৬. হরিহর সর্বজয়াকে কেন মাতবর লোকটির জাতের কথা প্রকাশ করতে নিষেধ করলেন? ক) লোকটি অন্য জাতের তাই খ) লোকটির জাত নেই তাই গ) লোকটি নিচু জাতের তাই ঘ) লোকটি নিষেধ করেছে তাই ৭. দেশ, জনগোষ্ঠী ও সংস্কৃতিতে নববর্ষ উদযাপনের তারতম্য ঘটে - র. রীতি-প্রকৃতিতে রর. চেতনা-আদর্শে ররর. পদ্ধতি-প্রকরণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৮. মোহাম্মদ ওয়াজেদ আলী কবে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন? ক) ১৮৩৫ খ্র্রিস্টাব্দে খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে গ) ১৮৫৩ খ্রিস্টাব্দে ঘ) ১৫৯৩ খ্রিস্টাব্দে ৯. কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয় - ক) বাংলাদেশ প্রতিষ্ঠার পর খ) বাংলাদেশ প্রতিষ্ঠার আগে গ) যুদ্ধ চলাকালীন সময়ে ঘ) ভাষা আন্দোলনের সময় ১০. ‘পাঠক সমাজে উপন্যাসসাহিত্য বহুল পঠিত ও জনপ্রিয়।’ কারণ উপন্যাস- র. সহজ-সরল-প্রাঞ্জল রর. পাঠক নিজেকে খুঁজে পায় ররর. এখানে সমাজ-দেশ ও জাতির প্রতিফলন ঘটে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১১. মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের অন্তর্গত রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন- ক) হুমায়ুন আজাদ খ) সেলিনা হোসেন গ) হুমায়ুন আহমেদ ঘ) রাবেয়া খাতুন ১২. কোন কথা কাঙালীর বুকে তীরের মতো বিঁধল? ক) কাঙালীর হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিল খ) শালা, একি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস? গ) দুলে! দুলের মড়ার কাঠ কি হবে শুনি? ঘ) মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা ১৩. কার কথাটি কাঙালীর বুকে গিয়ে তীরের মতো বিঁধল? ক) অধর রায়ের খ) দারোয়ানের গ) রাখালের মায়ের ঘ) বিন্দির পিসির ১৪. মমতাদির শাড়ির পাড়টি কেমন ছিল? ক) বিবর্ণ সবুজ খ) বিবর্ণ নীল গ) বিবর্ণ হলুদ ঘ) বিবর্ণ লাল ১৫. অভাগী কাঙালীকে কাকে ধরে আনতে বলে? ক) ঠাকুরদাস মুখজ্যেকে খ) নিজের স্বামীকে গ) বামুন মাকে ঘ) নাপতে বৌদিকে ১৬. যৌতুকপ্রথা এবং সামাজিক কুসংস্কারের শিকার হৈমন্তী অকালেই পাড়ি জমায় না ফেরার দেশে। হৈমন্তীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো- ক) অনুপমা খ) রায়বাহাদুর গ) নিরূপমা ঘ) কাঙালী সঠিক উত্তর : ১. (ঘ) ২. (ঘ) ৩. (খ) ৪. (ক) ৫. (খ) ৬. (গ) ৭. (গ) ৮. (খ) ৯. (ক) ১০. (ঘ) ১১. (ক) ১২. (ক) ১৩. (গ) ১৪. (ঘ) ১৫. (খ) ১৬. (গ)
×