ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সম্পৃক্ততার কথা স্বীকার এনজিও কর্মকর্তার

প্রকাশিত: ০৬:২১, ১৮ আগস্ট ২০১৬

রোহিঙ্গা সম্পৃক্ততার কথা স্বীকার এনজিও কর্মকর্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রতিবন্ধীদের উন্নয়নে অবহিতকরণ সভায় রোহিঙ্গা সম্পৃক্ততার অভিযোগ এনে বক্তারা প্রতিকারের দাবি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এনজিও’র মনগড়া সিদ্ধান্তের কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছে রোহিঙ্গারা। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম। সভায় হ্যান্ডিক্যাপ এনজিও’র বিরুদ্ধে নানা অভিযোগ তুলে উপজেলা মৎস্য কর্মকর্তা হুমায়ুন মোর্শেদ বলেন, ওই এনজিও সংস্থা স্থানীয় প্রতিবন্ধীদের চেয়ে রোহিঙ্গাদের অগ্রাধিকার দিয়ে সহযোগিতা দিয়ে আসছে। এরমধ্যে যে কোন প্রশিক্ষণ, কর্মশালা, সভা-সেমিনারে রোহিঙ্গাদের সম্পৃক্ত করে থাকে। এছাড়াও আর্থিকভাবে রোহিঙ্গারা প্রধান্য পায় বেশি। ফলে এই সুযোগ সুবিধা নিতে রোহিঙ্গা মিয়ানমারের নাগরিকরা গ্রামাঞ্চলে ছড়িয়ে বসতি গড়ে তুলছে। পাশাপাশি অন্য বক্তারাও একই অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। এ বিষয়ে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের সম্পৃক্ত করা হয়ে থাকে। যা উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে। এরপর সভায় উপস্থিত সকলে হৈচৈ করে ঐ এনজিও’র বিরুদ্ধে প্রতিকারের দাবি জানান। ভারতীয় ফিশিং ট্রলার ও তিন লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় ফিশিং ট্রলার এফবি মহা গৌরী উদ্ধারের পর তিনটি মরদেহসহ ট্রলারটি বুধবার বিকেলে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের আইন বিষয়ক কর্মকর্তা শরীফ আল মাসুম রেজা দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুদ্দিনের কাছে এফবি মহা গৌরী ও লাশ তিনটি হস্তান্তর করেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃতদেহ তিনটি ওই হাসপাতালের হিম ঘরে রাখা হবে বলে পুলিশ জানিয়েছে। সূত্র জানায়, মংলা সমুদ্রবন্দরের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ১১ আগস্ট এফবি মহা গৌরী ডুবে যায়। এরপর কোস্ট গার্ড ট্রলার ও ট্রলারের জেলেদের উদ্ধারে তৎপরতা শুরু করে। ১৪ আগস্ট ট্রলারটির সন্ধান মেলে এবং জেলেদের সহায়তায় বঙ্গোপসাগারের বঙ্গবন্ধুর চরে নিয়ে আসা হয়।
×