ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী খুন ॥ ছাত্রসহ ৩ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:১৯, ১৮ আগস্ট ২০১৬

ব্যবসায়ী খুন ॥ ছাত্রসহ ৩ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ সিলেটে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছে। এছাড়া যশোর, কুষ্টিয়া ও সিরাজগঞ্জে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। সিলেট ॥ মঙ্গলবার শহরে দুপুর ২টার দিকে দোকানের সামনে মোটরসাইকেল পার্কিং নিয়ে বাগ্বিত-ার এক পর্যায়ে দুই যুবক ব্যবসায়ী মামুনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। হাসপাতালে বুধবার ভোর সোয়া ৩টার দিকে তার মৃত্যু ঘটে। যশোর ॥ নিখোঁজের ছয় দিন পর মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার জগদীশপুর তুলাবর্ধন খামার এলাকা থেকে মাথা ও পা-বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীর নাম শরিফা খাতুন (১৪)। বুধবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ধানক্ষেতের ভেতর একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ ॥ সদর উপজেলার রতনকান্দী ইউনিয়নের নতুন ভেন্নাবাড়ি এলাকার একটি পাটক্ষেত থেকে বুধবার দুপুরে শফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্কুল জাতীয়করণ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শহীদ হেমায়েত উদ্দিন বালিকা বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন পালিত হয়েছে। উপজেলা সদরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এই মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারুন আল রশীদ, প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন, সহকারী প্রধান শিক্ষক উম্মে হামীমা, শেখ ফারুক হোসেন, মোহাম্মদ আলী মোহনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। গোপালগঞ্জে কৃষিযন্ত্র, প্রযুক্তিবিষয়ক সভা নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৭ আগস্ট ॥ পরিবেশবান্ধব কৃষিযন্ত্র ও প্রযুক্তিবিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মুকসুদপুর উপজেলার প্রভারকরদী গ্রাম এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সভায় গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন। প্রকল্প-পরিচালক ও ব্রির কৃষিতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খায়রুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিক। স্বাগত বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গউস আলী প্রমুখ।
×