ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে কার পুকুরে ॥ চালকসহ নিহত ৪

প্রকাশিত: ০৬:১৮, ১৮ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জে কার পুকুরে ॥ চালকসহ নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৭ আগস্ট ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পানিতে পড়ে প্রাইভেটকার চালকসহ ৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে নেয়ার পথে ৩ জন মারা যায়। নিহতরা হলো- তুষার, অভি, পাবেল ও লিমন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে সাড়ে ৫টায়। জানা গেছে, বিকেল সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুরিন্দা এলাকায় একটি শিশু রাস্তাপার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে ঢাকাগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী তুষার নিহত হয়। গুরুতর আহত হয় পাবেল, অভি ও লিমন। তাদের আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের বাড়ি নরসিংদী জেলার মাধবী নোয়াপাড়া গ্রামে। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি একটি ভেকুর সাহায্যে টেনে পানির উপরে তোলা হয়েছে। প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেছে। কিশোরগঞ্জে তরিকত ফেডারেশন নেতা নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, কিশোরগঞ্জে মালবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি ও তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সদরুল আমিন রিজভী নিহত হয়েছেন। এ সময় আরও ৬ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনা জেলা সদরের সতেরশ্রী দরবার শরীফের পীর মাওলানা রিজভী একটি মাইক্রোবাসে করে তার কয়েকজন মুরিদদের নিয়ে নেত্রকোনা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথিমধ্যে সদরের রশিদাবাদ সেতু সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাওলানা রিজভীসহ আরও ৬ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা রিজভীকে মৃত ঘোষণা করেন। রংপুরে ভ্যানচালক সংবাদদাতা রংপুর থেকে জানান, পীরগঞ্জে বাসচাপায় ইয়াসিন (৩৪) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই ভ্যানের দুই যাত্রী। নিহত ইয়াসিন এনায়েতপুর গ্রামের বেদার মিয়ার ছেলে। পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার লালদিঘি নামকস্থানে যাত্রীবাহী একটি বাস ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক ইয়াসিনের মৃত্যু হয়। আহত হয় ভ্যানের দুই যাত্রী।
×