ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৮, ১৮ আগস্ট ২০১৬

টুকরো খবর

গরু ছাগল ধরে দিলে পুরস্কার নিজস্ব সংবাদদাতা, মংলা, ১৭ আগস্ট ॥ চলছে গাছ লাগানোর মহোৎসব। রাস্তাঘাট, নদীর পাড়সহ বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে হরেকরকম গাছ। আর এ কারণে শহরের ভেতরে ঢুকে এই চারাগাছ যাতে কোন গরু বা ছাগল নষ্ট না করতে পারে তার জন্য চলছে মাইকিং। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে এ ঘোষণায় বলা হচ্ছে- ‘এই শহর আপনার আমার সকলের। বাসযোগ্য শহর তৈরি করতে গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। মহামূল্যবান এ গাছ যাতে কোন গরু-ছাগল নষ্ট না করতে পারে এ কারণে বাড়ির গরু-ছাগল আটকে রেখে পালন করুন। অন্যথায় জরিমানা গুনতে হবে।’ আরেকটি ঘোষণায় বলা হয়- ‘শহরে কোন ছেড়ে দেয়া গরু-ছাগল ধরে দিলে তাকে গরুর জন্য ১০০ টাকা এবং ছাগলের জন্য ৫০ টাকা পুরষ্কার হিসেবে দেয়া হবে।’ বুধবার মংলা নদীর পাড়ে মেরিন ড্রাইভ রোডে গাছ লাগাতে দেখা যায় পৌর মেয়র জুলফিকার আলীকে। ভেকুর চেন ছিঁড়ে মালিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ আগস্ট ॥ সাভারে ভেকু মেরামত করার সময় চেন ছিঁড়ে মাথায় আঘাত লেগে শরীফুল ইসলাম (২৫) নামের এক ভেকু মালিক মারা গেছেন। বুধবার সকালে পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে নামা গেন্ডা মহল্লায় একটি খালি জায়গায় ভেকু মেরামত করার কাজ করছিলেন শরীফুল। এ সময় ভেকুর চেন ছিঁড়ে তার মাথায় আঘাত করে। পরে তাকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফুল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বকচর গ্রামের আলাউদ্দিনের ছেলে। বিদ্যুতস্পৃষ্টে পুলিশের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত মহিউদ্দিন পুলিশের ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে পুলিশ লাইনে নিজ কক্ষে এ ঘটনা ঘটে। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, পুলিশ লাইনের নিজস্ব ইলেক্ট্রিশিয়ান মহিউদ্দিন বুধবার সকালে গোসল করে নিজ কক্ষে এসে কাপড় নাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। ছয় শিক্ষককে শোকজ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৭ আগস্ট ॥ বোয়ালমারী উপজেলার সাতৈর জেআইডিএস সিনিয়র মাদ্রাসার সুপারসহ ৬ শিক্ষককে শোকজ ও মূল বেতন থেকে এক দিনের বেতন কর্তন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান। বুধবার সকালে মাদ্রাসার সুপার মোরাদ হোসেন, সহকারী মৌলভী আবদুল মান্নান, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক একেএম নজরুল ইসলাম, প্রভাষক সাজাদুর রহমান ও আকতারী জাহানসহ ৬ জনকে আগামী তিন দিনের মধ্যে জবাব চেয়ে শোকজের নোটিস দেয়া হয়। জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইউএনও মু. খায়রুজ্জামান ওই মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে উল্লেখিত শিক্ষকদের অনুপস্থিত ও আন্তঃজেলা স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ক্রীড়ানুষ্ঠানে যোগদান না করায় শিক্ষকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। বখাটের জেল স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার বাগধা আলিয়া মাদ্রাসার এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শাহআলম ফকির নামের এক বখাটে যুবককে বুধবার দুপুরে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা গেছে, ওই ছাত্রীকে (১২) নিজবাড়ি থেকে ডেকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শ্লীলতাহানি করে পার্শ্ববর্তী দাসপাড়া গ্রামের হোসেন ফকিরের বখাটে পুত্র শাহআলম ফকির। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ওই রাতেই বখাটেকে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদারের আদালতে সোর্পদ করে। বিসিসির বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৪৪৪ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৭৬৫ টাকার বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। বুধবার দুপুরে সিটি মেয়র আহসান হাবিব কামাল নগর ভবনে এ বাজেট ঘোষণা করেন। ঘোষিত এ বাজেট দুই-তৃতীয়াংশ প্রকল্প ও অনুদাননির্ভর। নিজস্বভাবে কেবল ১১৮ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মধ্যে খাল সংরক্ষণের জন্য ৯৫ কোটি ৮২ লাখ, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার জন্য ৯৫ কোটি, অবকাঠামো উন্নয়নে ৮৫ কোটি ও পানি সরবরাহের জন্য ৫৮ কোটি ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে ৪২৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৫৫৬ টাকার বাজেট ষোষণা করা হলেও পরবর্তীতে তা সংশোধিত হয়ে দাঁড়িয়েছিল ১৮২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৬শ’ টাকায়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে নগরীর রাস্তাঘাটের বেহাল দশা, পানি সরবরাহ নিশ্চিত করা, বর্ধিত এলাকায় উন্নয়নের বিষয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মেয়র কামাল কোন কথা বলেননি। তিনি শুধু জানিয়েছেন, এবারের বাজেটে বাড়তি কোন কর আরোপ করা হয়নি। ফুলবাড়ীতে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামে অগ্নিকা-ে ৪ পরিবারের ৮টি টিনের ঘরসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জানা যায়, উপজেলার দক্ষিণ অনন্তপুর গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লালমামুদের ঘর থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আনছার আলী, বক্তার আলী ও আজিজুল হকের বাড়িতে। এ সময় ৮টি টিনের ঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, ধানচাল ও হাঁসমুরগি ভস্মীভূত হয়। আফসানা হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ আগস্ট ॥ ঢাকার মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শেষ বর্ষের ছাত্রী ঠাকুরগাঁওয়ের মেয়ে ফেরদৌস আফসানার হত্যার বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী। বুধবার দুপুরে ঠাকুরগাঁও রুহিয়াবাসীর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে এলাকার ¯ু‹ল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি ও সর্বসাধারণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত শনিবার ঢাকায় খুন হয় আফসানা ফেরদৌস। বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের উৎপাদন বন্ধ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ২৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের গ্রিড ফেলজনিত সমস্যার কারণে ২ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। গত মঙ্গলবার দুপুর ২টা থেকে এই উৎপাদন বন্ধ হয়ে যায়। জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের সরবরাহ লাইনের ট্রান্সমিটারে সমস্যা দেখা দেয়। সকাল থেকে বিদ্যুত কেন্দ্রের প্রকৌশলীরা চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারেনি। দুপুর ২টার পর থেকে বিদ্যুত সরবরাহের মেশিন স্তব্ধ হয়ে যায়। ফলে দুপুর থেকেই তাপবিদ্যুত কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। বিরিশিরি স্কুলের খেলার মাঠ রক্ষার দাবি নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৭ আগস্ট ॥ জেলার দুর্গাপুর পৌরসভার বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সুরক্ষায় সীমানা প্রাচীর নির্মাণে সড়ক ও জনপদ বিভাগ, নেত্রকোনা কর্তৃক বাধা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার। দুর্গাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএমসির সভাপতি সহকারী অধ্যাপক সমরেন্দ্র রিছিল বলেন, দীর্ঘ প্রচেষ্টার পরও সমস্যার সমাধান না হওয়ায় বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে সীমানা প্রাচীর নির্মাণ কালে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এরই প্রতিপাদে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মঙ্গলবার শান্তিপূর্ণভাবে স্কুলমাঠে মানববন্ধন করেন। মানববন্ধনের কিছুক্ষণ পর সওজ নেত্রকোনা হতে বিদ্যালয়ে আরো একটি নোটিশ প্রদান করলে তারই প্রতিবাদে বুধবার দুর্গাপুর প্রেসক্লাবে এসএমসির সভাপতি সহকারী অধ্যাপক সমরেন্দ্র রিছিল, প্রধানশিক্ষক ফজলুল হক, শিক্ষক প্রতিনিধি খলিলুর রহমান সংবাদ সম্মেলন করেন। সড়ক দুর্ঘটনারোধে মতবিনিময় স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে মতবিনিময় হয়েছে। বুধবার ‘নিরাপদ সড়ক চাই’ মুন্সীগঞ্জ জেলার নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় হয়। পুলিশ সুপারের সভাকক্ষে মতবিনিময়ে অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আবু বক্কর সিদ্দিক, ডিবির ওসি আবুল কালাম আজাদ, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআই ওয়ান লুৎফর রহমান, নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলা সভাপতি এম জামাল হোসেন ম-ল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন শেখ, প্রকাশনা সম্পাদক মিলন শেখ ও কার্যকরী সদস্য জয়নাল আবেদীন প্রমুখ। কলাপাড়ায় চারা বিতরণ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ আগস্ট ॥ কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণে সবুজের দেয়াল গড়ে তুলতে বৃক্ষ রোপণ কর্মসূচী শুরু হয়েছে। বেসরকারী সংস্থা এফ এইচ পিবি তিন হাজার চার শ’ ৩৭ জন উপকারভোগীদের মধ্যে ফলদ ও বনজ চারা বিতরণ করেছে।
×