ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৫৫ বছরে পা দিল বাকৃবি

প্রকাশিত: ০৬:১৬, ১৮ আগস্ট ২০১৬

৫৫ বছরে পা দিল বাকৃবি

বাকৃবি সংবাদদাতা ॥ আজ বাংলাদেশের কৃষিতে উচ্চশিক্ষার সূতিকাগার ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রতিষ্ঠা দিবস। কৃষি ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে তাত্ত্বিক ও ব্যবহারিকে উচ্চতর জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ, কৃষিপ্রযুক্তিবিদ ও কৃষিপ্রকৌশলী তৈরি করার ব্রত নিয়ে ১৯৬১ সালের আজকের দিনে যাত্রা শুরু হয় এ প্রতিষ্ঠানের। হাঁটি-হাঁটি পা-পা করে ৫৫তম বছরে পা রাখল দক্ষিণ এশিয়ার কৃষিতে উচ্চশিক্ষার এ বিদ্যাপীঠটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ। তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রমের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সময় উপযোগী আধুনিক চাষাবাদ প্রযুক্তি, প্রয়োজনীয় ফসলের জাত উদ্ভাবন, উন্নয়ন করায় দেশ খাদ্যের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দানাদার খাদ্য রফতানি শুরু করেছে। মাঠ ফসলের পাশাপাশি গবাদিপশু পাখি পালন, পশুচিকিৎসা, মৎস্য সম্পদে বিপ্লব আনতে কাজ করছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গকেষকগণ। কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন করে বিশ্ববিদ্যালয়টি আজ পরিণত হয়েছে কৃষির ‘দি সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে। গাজীপুরে হত্যার দায়ে বড়ভাইয়ের ১০ বছর জেল স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পারিবারিক কলহের জের ধরে বটি-দা দিয়ে ছোটভাইকে কুপিয়ে হত্যার দায়ে বড়ভাইকে ১০ বছরের সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রায়ে দ-প্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদ- প্রদান করা হয়। জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক বুধবার দুপুরে এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত আসামির নাম আবুল কালাম আজাদ ওরফে কালু (৩০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিরাশপাড়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে। জানা গেছে, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারিবারিক কলহের জের ধরে মালু মিয়ার সঙ্গে তার বড়ভাই আবুল কালাম আজাদ ওরফে কালুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম আজাদ ওরফে কালু বটি-দা দিয়ে তার ছোটভাই মালু মিয়ার গলার পাশে (গর্দানে) ও বুকে কুপিয়ে পালিয়ে যায়। স্বজনরা আহত মালু মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×