ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নকল সার কারখানা

প্রকাশিত: ০৬:১৬, ১৮ আগস্ট ২০১৬

নীলফামারীতে নকল সার কারখানা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার বিভিন্ন স্থানে একটি চক্র নকল ও ভেজাল সার কারখানা প্রতিষ্ঠা করে ব্যবসা করছে বলে অভিযোগ উঠেছে। আর এসব ভেজাল ও নকল সার কিনে কৃষকরা প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের অভিযোগ ভ্রাম্যমাণ আদালত বেশকিছু নকল ও ভেজাল সার কারখানায় জরিমানা আদায় করলেও ওই সব নকল ও ভেজাল সার কারখানা বন্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি; ফলে ওই কারখানা পুনরায় ভেজাল ও নকল সার বাজারজাত করছে। জানা যায়, ভেজাল কারখানার সন্ধান পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন কালীতলা নামক স্থানে সান এগ্রো মার্কেটিং নামের কারখানায় অভিযান চালায় মঙ্গলবার বিকেলে। সেখানে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা নকল ও ভেজাল সার কারখানার মালিক মোমিনুর রহমানের এক লাখ টাকা জরিমানা আদায় করেন। আশ্চর্যজনক হলেও সত্যি যে, এই ভেজাল ও নকল সার কারখানায় আমেরিকান সারের নামে প্যাকেটজাত করা হয়। আর ঠিকানা দেয়া হয়েছে সান এগ্রো মার্কেটিং উত্তরা ঢাকা। বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণ নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৭ আগস্ট ॥ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কার্যালয়ে বুধবার দুপুরে সংশ্লিষ্ট ইউনিয়নের বয়স্ক ও বিধবাদের মধ্যে নতুন বরাদ্দকৃত ৫২ বয়স্ক ও ২২টি বিধবা ভাতার কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহীনুর আলম সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ,সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, আওয়ামীলীগ নেতা উসমান গণি তালুকদার,সচিব মাজাহারুল ইসলাম ও সকল ইউপি সদস্য । উল্লেখ্য যে, ইতিপূর্বে বয়স্ক ভাতা ৫১২ জন ও বিধবা ভাতা ২৩১ কার্ডধারী রয়েছেন। রিপনের চিকিৎসায় ডিসির অনুদান নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ আগস্ট ॥ হাত-পায়ে গুটির মতো রোগে ভোগা শিশু রিপনকে নিয়ে জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বুধবার আর্থিক অনুদান প্রদান করেছেন। সকালে আধুনিক সদর হাসপাতালে রিপনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির জন্য ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ খায়রুল কবির রিপনকে প্রত্যয়নপত্র প্রদান করেন। পীরগঞ্জ ইউএনও জানান, জেলা প্রশাসকের নির্দেশে রিপন ও তার বাবা-মাকে ঠাকুরগাঁও হাসপাতালে নেয়া হয়। আনুষঙ্গিক খরচের জন্য জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস অনুদানের ২০ হাজার টাকা রিপনের মা-বাবার হাতে তুলে দেন।
×