ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু

প্রকাশিত: ০৬:১৫, ১৮ আগস্ট ২০১৬

বগুড়ায় কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ উত্তরবঙ্গে এই প্রথম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে বুধবার সকালে নেফ্রোলজি বিভাগে হেমো ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করা হয়েছে। অত্যাধুনিক এ ইউনিট চালু হওয়ায় কিডনি রোগীরা বহির্বিভাগে চিকিৎসাসেবার পাশাপশি কিডনি বায়োপসি, ডায়ালাইসিস ও কিডনি রোগের অন্যান্য বিশেষায়িত সেবা পাবে স্বল্প খরচে। নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ এহসানুল করিম, সহকারী অধ্যাপক ডাঃ স্বপন কুমার সাহা সেবিকা টেকনোলজিস্ট ও স্টাফদের সমন্বয়ে গঠিত হেমো ডায়ালাইসিস ইউনিটে উদ্বোধনী দিনে দুটি মেশিনে দুইজন রোগীর কিডনি ডায়ালাইসিস করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসান, বিএমএ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু, কলেজ অধ্যক্ষ ডাঃ এ কে এম আহসান হাবিব, উপাধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি সামীর হোসেন মিশু, মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, সার্জারি, অর্থসার্জারি, নিউরো, শিশু, গাইনি, ইউরোলজি, ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যরা। শজিমেক হাসপাতাল প্রতিষ্ঠার প্রায় ১২ বছর পর নেফ্রোলজি বিভাগ চালু হলো। পঞ্চগড়ে বজ্রপাতে নিহত দুই স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ তেঁতুলিয়া উপজেলার হাকিমপুর এলাকায় বজ্রপাতে আজিমুল (৪০) ও শাহরিয়ার (১১) নামে দুজন নিহত হয়েছে। এ সময় একই গ্রামের আরও ২ জন আহত হয়। বুধবার বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের সঙ্গে প্রচ- শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের ঘটনায় আজিমুল ঘটনাস্থলে মারা যান। শাহরিয়ারসহ ৩ জনকে আহত অবস্থায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে শাহরিয়ার সেখানে মারা যায়। সরেন হত্যার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আদিবাসী নেতা আলফ্রেড সরেনের হত্যাকারীদের দ্রুতবিচার ও শাস্তির দাবিতে বুধবার মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আদিবাসী ছাত্র পরিষদ। বেলা সাড়ে ১১টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতোর সভাপতিত্বে হেমন্ত মাহাতো, সহসাংগঠনিক সম্পাদক ও রাবি শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান প্রমুখ বক্তব্য রাখেন।
×