ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জবি ভর্তি পরীক্ষার ফি বিকাশে দেয়া যাবে

প্রকাশিত: ০৬:০০, ১৮ আগস্ট ২০১৬

জবি ভর্তি পরীক্ষার ফি বিকাশে দেয়া যাবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষার ফি বিকাশের মাধ্যমে দিতে পারবেন। দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে দেশের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিকাশ-এর চীফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ সেলিম ভুঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন মহিলা বিষয়ক অধিদফতরের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদফতর পরিবার প্রধান কার্যালয়সহ ৬৪ জেলা ও ৪২৮ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় জাতীয় কর্মসূচীর সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচী বাস্তবায়ন করেছে। বনশিল্প কর্পোরেশনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন ॥ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
×