ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিলুপ্ত হতে পারে কলা!

প্রকাশিত: ০৫:৫২, ১৮ আগস্ট ২০১৬

বিলুপ্ত হতে পারে কলা!

বিশ্বের প্রধান পাঁচটি খাদ্যের একটি কলা। ১২০টি দেশে বছরে দশ কোটি কলা উৎপাদিত হয়। কিন্তু ফাঙ্গাসজনিত রোগের প্রাদুর্ভাব যেভাবে দ্রুত ঘটছে তাতে পাঁচ থেকে ১০ বছরের মধ্যে কলা বিলুপ্ত হতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা দেখেছেন, কিভাবে তিনটি ফাঙ্গাস রোগ বিশ্বব্যাপী কলার জন্য মরণব্যাধি হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ফাঙ্গাসজনিত রোগ সিগাটোকার কারণে কলা খারাপ হয় তাহলে ভাল হবে না।’ তিনি সম্প্রতি ১০ হাজার ডলার খরচ করে তার বাড়ির আঙ্গিনায় একটি বিদ্যুতের খুঁটি স্থাপন করেছেন। এতে তিনি ব্যক্তিগত ট্রান্সফরমারও সংযোগ দিয়েছেন, যা গ্রিড থেকে আরও সরাসরি বিদ্যুত সরবরাহ করে। এমন কর্মকা- অধিকাংশ মানুষের কাছে অর্থের অপচয় মনে হতে পারে। নিখুঁত অডিওতে বিশ্বাসী জাপানীরা ব্যতিক্রম। তাদের অধিকাংশের মতে, প্রতিবেশীদের সঙ্গে বিদ্যুতের খুঁটি ভাগাভাগি করা হলে এক ধরনের ‘নয়েজ’ সার্বিকভাবে সাউন্ডকে ত্রুটিময় করে, বিশেষ করে যখন তারা তাদের বাড়িতে গ্যাজেট ব্যবহার করেন। ব্যক্তিগত বৈদ্যুতিক খুঁটিতে এসব ঝুট-ঝামেলা দূর হয় এবং যে কোন গানে অনেক ভাল সাউন্ড পাওয়া যায়। ৬২ বছর বয়স্ক ইয়ুকিও ইয়োশিহারা মনে করেন, তার ব্যয়বহুল অডিও সিস্টেম রাতে অনেক ভাল কাজ করে। ঠিক যখন তার প্রতিবেশীরা তাদের বৈদ্যুতিক সরঞ্জমাদি ব্যবহার করেন না এবং তিনি ইলেক্ট্রিশিয়ানদের কাছে পর্যাপ্ত বিদ্যুত পাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা ব্যক্তিগত বৈদ্যুতিক খুঁটিতে স্থাপনে ব্যয় করার কথা বলেন। -অডিটি সেন্ট্রাল
×