ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চারঘাটে ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪২, ১৮ আগস্ট ২০১৬

চারঘাটে ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাটে বিপুল জিহাদী বইপত্র ও শিবিরের লিফলেটসহ ইসলামী ছাত্রী সংস্থার উপজেলা সভাপতি রায়হাতুন নেসা ওরফে নিপাকে আটক করেছে পুলিশ। নিপা শলুয়া ইউনিয়নের হলিদাগাছী জায়গীরপাড়া গ্রামের জমশেদ আলীর মেয়ে এবং সারদা মহিলা কলেজের ছাত্রী। বুধবার ভোরে নিপাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে নিপার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ঘরের মধ্যেই বাঁশের ছাদে অভিনব কায়দায় লুকানোর চেষ্টা করেছিল। গ্রেফতারের পর তার কক্ষ তল্লাশি করে বিপুল পরিমাণ জিহাদী বইপত্র, লিফলেট, শিবিরের চাঁদা আদায়ের রশিদ ও কর্মীসংগ্রহ ফরম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিপা দীর্ঘদিন ধরে চারঘাটের বিভিন্ন ইউনিয়নে ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি হিসেবে লিফলেট বিতরণ ছাড়াও কর্মী সংগ্রহের কাজে লিপ্ত ছিল। এ ব্যাপারে নিপার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তার সঙ্গে আরও কারা কারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। নিপা পুলিশকে জানায়, দশম শ্রেণীতে লেখাপড়া অবস্থায় সে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়। তার সংগঠনে আরও অনেক শিক্ষার্থী সম্পৃক্ত রয়েছে বলে জানিয়েছে নিপা। এদিকে রাজশাহীতে ছাত্র শিবিরের এক কর্মীসহ বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। নীলফামারী ॥ জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীসহ বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পলাতক এ সব আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ডিমলা থানা পুলিশ উপজেলা ছাত্র শিবিরের অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলামকে (২১) সুটিবাড়ী বাজার থেকে গ্রেফতার করে। অপরদিকে ডিমলা সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের বাচ্চা মামুদের ছেলে সক্রিয় জামায়াত কর্মী এবং নাশকতার মামলার পলাতক আসামি জিয়াউল হককে (৩৮) গ্রেফতার করা হয়।
×