ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘আনসার রাজশাহী’র মাস্টারমাইন্ড রিপনকে খুঁজছে পুলিশ ॥ দুজনের রিমান্ড আবেদন

প্রকাশিত: ০৫:৪১, ১৮ আগস্ট ২০১৬

‘আনসার রাজশাহী’র মাস্টারমাইন্ড রিপনকে খুঁজছে পুলিশ ॥ দুজনের রিমান্ড আবেদন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাগমারা থেকে গ্রেফতার নতুন জঙ্গী সংগঠন ‘আনসার রাজশাহী’র দুই সদস্য আমিনুল ইসলাম ওরফে রুমি ও এনামুল হক ওরফে সবুজকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বুধবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪ এর বিচারক একরামুল করিমের আদালতে তাদের রিমান্ডের আবেদন করেন এ সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন। মঙ্গলবার বাগমারা থেকে ‘আনসার রাজশাহী’র এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, বুধবার তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, আগামী রবিবার রিমান্ডের শুনানি হতে পারে। আসামিদের রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা। এদিকে নতুন জঙ্গী সংগঠন আনসার রাজশাহীর মাস্টারমাইন্ড রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার আবু ইব্রাহীম ওরফে তারেক ওরফে রিপনকে খুঁজছে পুলিশ। এ বিষয়ে খোঁজ খবর শুরু করেছে জেলা পুলিশ। তাকে ধরতে জেলা পুলিশ নগর পুলিশের সহায়তা নেবে বলে জানা গেছে। তবে নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত জেলা পুলিশ তাদের সহায়তা চাননি। নগর পুলিশ জেলা পুলিশের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
×