ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিথর মাহবুবের ‘লাইফ ইজ বিউটিফুল’ আজ

প্রকাশিত: ০৪:১১, ১৮ আগস্ট ২০১৬

নিথর মাহবুবের ‘লাইফ ইজ বিউটিফুল’ আজ

স্টাফ রিপোর্টার ॥ মাইম আর্ট থিয়েটারের উদ্যোগে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আজ সম্মাননা প্রদান ও একক মূকাভিনয় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দলসূত্রে জানা গেছে আজ সন্ধ্যা ৬টায় সম্মাননা প্রদান ও সন্ধ্যা ৭টায় জীবনমুখী প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’ মূকনাট্যের মঞ্চায়ন হবে। মাইম আর্টের প্রযোজনা এবং নিথর মাহবুবের রচনা, নির্দেশনা ও অভিনয়ে সোয়া এক ঘণ্টার একক মূকাভিনয় এটি। দীর্ঘ এক বছর পর ‘লাইফ ইজ বিউটিফুল’ মঞ্চায়ন হচ্ছে। অনুষ্ঠানে অতিথি থাকবেন নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক, নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। বাংলাদেশে মূকাভিনয় শিল্পের প্রচার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য তিনজন সংবাদ কর্মীকে আজ সম্মাননা প্রদান করা হবে। এবার সম্মাননা পাচ্ছেন দুলাল খান, কামরুল হাসান দর্পন ও অনুরূপ আইচ। এদিকে মাইম আর্ট প্রধান এবং মাইম শিল্পী নিথর মাহবুবের আজ জন্মদিন। প্রতিবছর জন্মদিনটিকে নিজের মাইম প্রদর্শনীর মাধ্যমে পালন করেন তিনি। এবারও সম্মাননা প্রদান ও ‘লাইফ ইজ বিউটিফুল’ এর প্রদর্শনী শেষে মাইম আর্টের সদস্যরা নিথর মাহবুবের জন্মদিন উদযাপন করবে। এই প্রসঙ্গে নিথর মাহবুব বলেন, আমি মনে করি প্রত্যেকের কাছে তার জন্মদিন একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা। আমার জন্মদিনও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই এই দিনটি একটু আনন্দঘন পরিবেশে কাটাতে মূকাভিনয় প্রদর্শনী ও মাইম আর্ট সম্মাননার জন্যে এই দিনটিকেই বেছে নিয়েছি। বাংলাদেশে মূকাভিনয় শিল্পটি প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছিল। যখন শিল্পটির প্রচার-প্রসার ঘটানোর পরিকল্পনা গ্রহণ করি তখন সাংবাদিক বন্ধুরা তাদের লেখনীর মাধ্যমে সারাদেশে শিল্পটির বিস্তার ঘটাতে অনেক বড় ভূমিকা রাখে এবং এখনও রাখছে। সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই সম্মাননা। ‘লাইফ ইজ বিউটিফুল’ মঞ্চে আসার পর বেশ সাড়া পেয়েছি। কিন্তু টানা সোয়া এক ঘণ্টা মঞ্চে একা মূকাভিনয়ে একটি গল্প উপস্থাপন করা খুবই কষ্টসাধ্য কাজ, তাছাড়া সহজে মিলনায়তন বরাদ্দ পাওয়া যায় না। কয়েক মাস পর পর যখন বরাদ্দ পাই তখন দলের অন্য প্রযোজনাগুলো মঞ্চায়ন করতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রতিবছর নিজের জন্মদিনে এটির প্রদর্শনী করব।
×